কয়েক মরশুম আগে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তাঁর অভিষেক হয়েছিল বেশ সাড়া জাগিয়েই। পরের দিকে অবশ্য সেই অগ্রগতিটা ধরে রাখতে পারেননি। এমনকী, ছেদ পড়েছিল ধারাবাহিকতাতেও। জাতীয় দল থেকে বাদও পড়েছিলেন। তবে, এবারের আই পি এল যেন নতুন করে পায়ের তলায় মঞ্চ গড়ে দিল ভুবনেশ্বর কুমারের।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিতই তিনি উইকেটের মধ্যে। বোলিংয়েও ফিরছে সেই পুরনো ঝাঁঝ। রবিবার ইডেনে নাইটদের বিরুদ্ধে দলকে জেতাতে পারেননি হয়ত, তবে এই মুহূর্তে ‘ভুবি’ তাকিয়ে আগামী বুধবার ফিরোজ শা কোটলায় সেই নাইটদের বিরুদ্ধেই ‘এলিমিনেটর’ ম্যাচের দিকে। এরই মধ্যে ভুবনেশ্বর জানিয়ে দিতে ভুলছেন না, জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি। বলেছেন, ‘জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী। তবে, এক্ষেত্রে আমার হাতে তো কিছু নেই। শেষ কথা বলবেন নির্বাচকরাই।’ সানরাইজার্স দলে তাঁর সতীর্থ মুস্তাফিজুর রহমানের প্রশংসাও শোনা গেল ভারতীয় পেসারের গলায়। ‘ভুবি’ বলেছেন, ‘ওর বোলিং অ্যাকশনটাই একেবারে অন্যরকম। সে জন্যই হয়ত এত কার্যকরী। তবে, আমার সঙ্গে বোলিং নিয়ে ওর টুকটাক কথাবার্তাও হয়েছে। ছোটখাট রহস্যও ফাঁস করেছে। যেগুলো মাথায় রাখলে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় সুবিধা পাব।’
No comments:
Post a Comment