আজকালের প্রতিবেদন: আজ শহরে ফিরছে ফেড কাপ জয়ী মোহনবাগান। কোচ সঞ্জয় সেন দল নিয়ে বেলা ১টা ৪০–এ কলকাতায় নামবেন। বিমানবন্দর থেকে মোহনবাগান দলকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে সোজা ময়দানে মোহনবাগান তাঁবুতে নিয়ে আসা হবে। জানা গেছে, বাসটিকে বিশেষভাবে সাজানো হবে। তাঁবুও সবুজ–মেরুন রঙে সাজানো হবে। থাকবে সবুজ–মেরুন আবিরও। মোহনবাগানের সহ–সচিব সৃঞ্জয় বসু মঙ্গলবার জানিয়েছেন, আই লিগ জেতার পর গত বছর যেভাবে জয়ী ফুটবলারদের বরণ করে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই এবারও বরণ করে নেওয়া হবে।
ফুটবলাররা তাঁবুতে এসে প্রথমে কেক কাটবেন। তার পর তাঁদের খাওয়ানো হবে নকুড়ের সন্দেশ। ক্লাব লনে বড় মঞ্চ তৈরি করা হবে। সেই মঞ্চে হাজার হাজার সমর্থকদের সামনে ফুটবলারদের বরণ করে নেবেন ক্লাব কর্তারা। দেওয়া হবে স্মারক। চেষ্টা করা হচ্ছে ফেড কাপের সেরা ফুটবলার জেজে–কে কলকাতায় বুধবার নিয়ে আসার। কারণ, জেজে ইতিমধ্যেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। বুধবারই তাঁর ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কথা। যদি একদিন পরে জেজে জাতীয় শিবিরে যোগ দিতে পারেন, তা নিয়ে মোহনবাগান কর্তারা ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলেছেন। বুধবার মোহনবাগান ফেড কাপ জয়ী কয়েকজন প্রাক্তন অধিনায়ককে ডাকার কথা ভেবে রেখেছে।
No comments:
Post a Comment