এভারেস্ট শিখরেও প্রিয় দলের পতাকা উড়িয়ে এলেন পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র |
সব কিছু ঠিকঠাক চললে বুধবার বিকেলে ক্লাব তাঁবুতে ফেড কাপজয়ীদের জন্য চমকপ্রদ একটি সংবর্ধনা দিতে চলেছে মোহনবাগান।
ক্লাব লনে বিশাল মঞ্চ করে আগের তেরো বারের কাপ জয়ী অধিনায়কদের একসঙ্গে হাজির করানোর চেষ্টা করছেন ক্লাব কর্তারা। শ্যাম থাপা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায় থেকে ভাইচুং ভুটিয়া, বিশ্বনাথ মণ্ডলদের হাত দিয়ে সংবর্ধনা দেওয়া হবে গ্লেন, কাতসুমি, কিংশুকদের। জোসে ব্যারেটো ইংল্যান্ডে রয়েছেন। তিনি ছাড়া বাকি সব অধিনায়ককে এক মঞ্চে হাজির করানো যাবে আশা করছেন মোহন কর্তারা।
বুধবার দুপুর দেড়টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে সুসজ্জিত বাসে ক্লাব তাঁবুতে নিয়ে আসা হবে সঞ্জয় সেন ব্রিগেডকে। সবুজ-মেরুন ফুল, পাতাকায় সাজানো হচ্ছে বাস। গত বছর আই লিগ জয়ীদের নিয়ে আসা হয়েছিল এ ভাবেই। দুই মহানায়ক সনি নর্ডি এবং জেজে অবশ্য থাকবেন না। সনি দেশে, জেজে জাতীয় শিবিরের জন্য থেকে যাচ্ছেন গুয়াহাটিতে। তবে ফাইনালের জোড়া গোলের নায়ককে ক্লাব তাঁবুতে কয়েক ঘণ্টার জন্য আনার চেষ্টা হচ্ছে। কর্তাদের আশা এই অভিনব অনুষ্ঠান দেখতে প্রচুর সমর্থক আসবেন। দেবজিৎ, শৌভিক, লুসিয়ানোদের হাতে কী তুলে দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। ফুলের সঙ্গে স্মারকের কথা ভাবা হচ্ছে। মজার ব্যাপার হল বাগানের হয়ে সর্বাধিক ফেড কাপ জেতা সুব্রত ভট্টাচার্যকে ডাকা হচ্ছে না। কারণ সুব্রতর অধিনায়কত্বে ফেড কাপ জেতেনি বাগান।
No comments:
Post a Comment