সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর মার্চে ভারতে প্রথম দিন-রাতের টেস্ট হয়তো হবে ইডেনে। বুধবার তেমনই ইঙ্গিত দিলেন সিএবি শীর্ষকর্তারা। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন বলেন, ‘‘ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যদি দিন-রাতের ম্যাচ হয়, তা হলে ইডেনেরই তা পাওয়া উচিত। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।’’ সিএবি-র বিশ্বস্ত সূত্রে খবর, রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের কাছ থেকে নাকি সে রকমই আশ্বাস পেয়েছে সিএবি।
যুগ্মসচিব অভিষেক ডালমিয়া এই ব্যাপারে বলেন, ‘‘রোটেশনের নিয়মে ইডেনের একটা টেস্ট প্রাপ্য। কিন্তু কোন টেস্ট, তা এখনও জানি না। তবে দিন-রাতের টেস্টের সম্ভাবনাই বেশি।’’
No comments:
Post a Comment