Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 23, 2016

হ্যামস্ট্রিংয়ের চোট, কোপা আমেরিকায় অনিশ্চিত লুই সুয়ারেজ | বর্তমান

মাদ্রিদ, ২৩ মে: হ্যামস্ট্রিংয়ের চোটে কাহিল হয়ে কোপা দেল রে’র ফাইনালের ৫৬ মিনিটে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার উরুগুয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজকে। এই চোটের ফলে আসন্ন শতবার্ষিকী কোপা আমেরিকায় চূড়ান্ত অনিশ্চিত এই গোলমেশিন। মরশুমে ৫৯টি গোল করা সুয়ারেজকে না পেলে উরুগুয়ের আপফ্রন্ট যে হীনবল হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ১৯১৬ সালে প্রথম কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। শতবার্ষিকী কোপা আমেরিকায় ভালো ফলের জন্য কোচ অস্কার তাবারেজ তাকিয়ে রয়েছেন সুয়ারেজের দিকে। 

রবিবার ম্যাচের পর বার্সার কোচ লুই এনরিক বলেন, ‘চিকিৎসকরা না দেখা পর্যন্ত সুয়ারেজের চোট সম্পর্কে কিছু বলা উচিত হবে না। তবে আমার ধারণা, পেশিতে টান লাগার ফলেই ও মাঠ ছেড়েছে।’ 
সুয়ারেজ অবশ্য আশা করছেন, তাঁর চোট তেমন গুরুতর নয়। টুইটারে তিনি লিখেছেন, ‘মেডিক্যাল টেস্টের পরেই জানা যাবে চোটের গভীরতা। তবে আগামী সপ্তাহে জাতীয় ক্যাম্পে যোগ দিতে পারব বলেই মনে হয়। শতবার্ষিকী কোপা আমেরিকায় খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।’
চোটের জন্য সুয়ারেজ একান্তই কোপ আমেরিকায় খেলতে না পারলে হতাশ হবেন ফুটবলপ্রেমীরাও। কারণ, এই প্রতিযোগিতায় ব্রাজিলের হয়ে খেলবেন না নেইমার। প্রধান তারকা হওয়ার দৌড় সীমাবদ্ধ ছিল মেসি ও সুয়ারেজের মধ্যে। এখন উরুগুয়ান স্ট্রাইকারটি চোট পাওয়ায় এলএমটেনের দিকেই কি তাকিয়ে থাকতে হবে অনুরাগীদের? 
উরুগুয়ান কোচ অস্কার তাবারেজও আশা করছেন, কোপা আমেরিকায় সুয়ারেজের সার্ভিস পাওয়া যাবে। প্রসঙ্গক্রমে তিনি বলেছেন, ‘লুইয়ের দেশপ্রেম মারাত্মক। ব্রাজিল বিশ্বকাপের আগে হাঁটুতে অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও ওর মধ্যে মাঠে নামার যে খিদে ছিল তা অনবদ্য। ইংল্যান্ডের বিরুদ্ধে সুয়ারেজের দুরন্ত পারফরম্যান্স নিশ্চয়ই অনেকের মনে আছে। ও শুধু উরুগুয়ের নয়, বিশ্ব ফুটবলের সম্পদ। স্ট্রাইকারদের মধ্যে সাধারণত দু’ধরনের কোয়ালিটি থাকে। কেউ কেউ বিপক্ষের বক্সে নিজেকে অরক্ষিত রেখে বলের অপেক্ষা করে। মিরোস্লাভ ক্লোজে, প্যাট্রিস ক্লুইভার্টরা এইভাবেই অধিকাংশ গোল করেছে। কিন্তু সুয়ারেজ-রুনিরা প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলের জন্য অপেক্ষা করে না। বুলডজ করে চ্যালেঞ্জ নিয়ে গোল করাই যাদের স্বভাব। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সুয়ারেজের দ্বিতীয় গোলটাই একবার স্মৃতির মণিকোঠা থেকে রিওয়াইন্ড করুন। আমাদের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার লম্বা শট স্টিভন জেরারের মাথা ছুঁয়ে চলে আসে ইংল্যান্ডের ডিফেন্সিভ থার্ডে। বলটা দারুণ ফলো করেছিল সুয়ারেজ। অনেকের মতো আমারও মনে হয়েছিল, ও দ্বিতীয় পোস্টে শট নেবে। জো হার্টও সেইরকমই ভেবে একটু ডানদিকে চেপে দাঁড়িয়েছিল। কিন্তু বাস্তবে ঘটে উলটোটাই। প্রথম পোস্ট ও হার্টের মধ্যের জায়গা দিয়েই বল জালে জড়িয়ে দিয়েছিল সুয়ারেজ। মনে রাখতে হবে, গোটা ম্যাচে ও মাত্র দু’টি সুযোগ পেয়েছিল। অর্থাৎ, স্ট্রাইক রেট একশো শতাংশ। ইংল্যান্ড ফুটবলারদের কড়া ট্যাকল অগ্রাহ্য করেও ওকে অকুতোভয়ে এগিয়ে গিয়েছে। শুধু বিশ্বকাপে ইংল্যান্ড নয়, এরকম বহু ম্যাচে দেশকে জয় এনে দিয়েছে লুই।’

No comments:

Post a Comment