লন্ডন: এমনটা যে হতে চলেছে, জানাই ছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হলেন লুই ভ্যান গাল। ডাচ কোচের চাকরি যে যাবে, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ–র খারাপ পারফরমেন্সের পরই। এমনকি এফ এ কাপ জেতার পরও সেই সিদ্ধান্তের নড়চড় হল না। এমনকি ভ্যান গালের দুই ডাচ সহকারীকেও সরিয়ে দেওয়া হয়েছে।
এঁরা হলেন সহকারী কোচ অ্যালবার্ট স্টুইভেনবার্গ এবং গোলকিপার কোচ ফ্রান্স হোয়েক। সোমবার সকালে ক্যারিংটন ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছে যান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড। বরখাস্ত হওয়ার খবর ভ্যান গালকে দেন তিনিই। সেখানে তখন ছিলেন বাকি সাপোর্ট স্টাফরাও। ভ্যান গালের বিদায়ের পর হোসে মোরিনহোর কোচ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তবে ম্যান ইউ কর্তৃপক্ষ মোরিনহোর সঙ্গে আরও কথা বলতে চাইছেন। মঙ্গলবারই সেই কথা হবে। তিন বছরের চুক্তি হবে। আশা করা হচ্ছে, মোরিনহোর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সহযোগী রুই ফারিয়া এবং গোলকিপার কোচ সিলভিনো লৌরোও সাপোর্ট স্টাফের তালিকায় জায়গা পাবেন। তা হলে রায়ান গিগসের ভবিষ্যৎ কী? সেটা এখন অনেকটাই নির্ভর করছে মোরিনহোর ওপর। অন্য দিকে এফ এ কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভ্যান গাল সম্পর্কে ম্যান ইউ–র তারকা ফুটবলার ওয়েন রুনি বলেছেন, ‘উনি চাপে ছিলেন। একই কথা প্রযোজ্য আমাদের ক্ষেত্রেও। তবে হ্যাঁ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বিরাট ক্লাবে খেলা, কোচিং করানো, দুটোই চাপের ব্যাপার। ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে, যা এই মরশুমে আমরা পারিনি।’
এঁরা হলেন সহকারী কোচ অ্যালবার্ট স্টুইভেনবার্গ এবং গোলকিপার কোচ ফ্রান্স হোয়েক। সোমবার সকালে ক্যারিংটন ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছে যান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড। বরখাস্ত হওয়ার খবর ভ্যান গালকে দেন তিনিই। সেখানে তখন ছিলেন বাকি সাপোর্ট স্টাফরাও। ভ্যান গালের বিদায়ের পর হোসে মোরিনহোর কোচ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তবে ম্যান ইউ কর্তৃপক্ষ মোরিনহোর সঙ্গে আরও কথা বলতে চাইছেন। মঙ্গলবারই সেই কথা হবে। তিন বছরের চুক্তি হবে। আশা করা হচ্ছে, মোরিনহোর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সহযোগী রুই ফারিয়া এবং গোলকিপার কোচ সিলভিনো লৌরোও সাপোর্ট স্টাফের তালিকায় জায়গা পাবেন। তা হলে রায়ান গিগসের ভবিষ্যৎ কী? সেটা এখন অনেকটাই নির্ভর করছে মোরিনহোর ওপর। অন্য দিকে এফ এ কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভ্যান গাল সম্পর্কে ম্যান ইউ–র তারকা ফুটবলার ওয়েন রুনি বলেছেন, ‘উনি চাপে ছিলেন। একই কথা প্রযোজ্য আমাদের ক্ষেত্রেও। তবে হ্যাঁ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বিরাট ক্লাবে খেলা, কোচিং করানো, দুটোই চাপের ব্যাপার। ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে, যা এই মরশুমে আমরা পারিনি।’
No comments:
Post a Comment