Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 10, 2016

‘‌বিরাট’‌ উদ্যোগ | আজকাল

ওরা আর পাঁচজন সমবয়সীর মত যখন-‌তখন বায়না জুড়তে পারে না। ওরা আর পাঁচজন সমবয়সীর মত ইচ্ছে হলেই পিৎজা-‌পাস্তা, কেক-‌পেস্ট্রি খেতে চাইলেই, খেতে পারে না। ওরা আর পাঁচজন সমবয়সীর মত পাহাড়ে-‌সমুদ্রে ঘুরতে যেতে পারে না। ওরা আর পাঁচজন সমবয়সীর মত, স্কুলে গিয়ে লেখাপড়া করারও সুযোগ পায় না। তা বলে কি ওদের শখ হয় না?‌ তা বলে কি ওদের ইচ্ছে করে না পড়াশোনা শিখতে?‌ ইচ্ছে করে। কিন্তু কে মেটাবে ওদের শখ?‌ 

তিনি উদ্যোগ নিলেন ওদের শখ পূরণের। বিরাট কোহলি। যাদের শখ পূরণের দায়িত্ব নিলেন, তারা হল দুঃস্থ, পথশিশু। বিরাট কোহলি ফাউন্ডেশন, ‘‌স্মাইল ফাউন্ডেশনে’‌র সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে এই সব দুঃস্থ, অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর। তাদের জীবনে বদল আনার, উন্নতি করার। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে এই সব শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে নৈশভোজের আয়োজন করা হয়েছে। জুন মাসে এই বিশেষ নৈশভোজে হাজির থাকবেন বিরাট। থাকবেন অন্যান্য ক্রিকেটার, বড় বড় শিল্পপতিরা, বলিউডের তারকারাও। সেদিন ২০০ জন অতিথির জন্য রান্না করবেন শেফ বিকাশ খান্না। সেদিন নৈশভোজের সঙ্গে থাকবে নিলামেরও ব্যবস্থা। বিরাট কোহলি জানিয়েছেন, ‘‌শিশুরা দেশের ভবিষ্যত। শিক্ষাই পারে শিশুদের ভবিষ্যত গড়ে দিতে। আমাদের এই উদ্যোগ, শুধু ওই দুঃস্থ শিশুদের নূন্যতম চাহিদা মেটানো নয়। পাশাপাশি ওদের শেখানো, নিজেদের প্রয়োজনীয় জিনিসের যোগান কীভাবে করতে হয়। কীভাবে তা আগলেও রাখতে হয়। চ্যালেঞ্জ জয় করার শিক্ষাও ওদের দেওয়া হবে। স্মাইল ফাউন্ডেশনের সঙ্গে এই উদ্যোগের অংশ হতে পেরে খুবই খুশি।’‌ ‌‌

No comments:

Post a Comment