ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিং আপাতত স্বস্তিতে। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মানসিক অত্যাচারের অভিযোগ শেষমেশ ধোপে টিঁকল না। ইংল্যান্ড নিবাসী অ্যাসপাল ভোগালের অভিযোগের ভিত্তিতে সর্দারের বিরুদ্ধে তদন্ত শুরু করে লুধিয়ানা পুলিশ। অ্যাসপাল নিজেও হকি খেলতেন। এমনকী, ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
পুলিশের কাছে অ্যাসপালের অভিযোগ ছিল, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও সর্দার তা রক্ষা করেননি। উপরন্তু, ২০১৪ সালে তাঁর সঙ্গে শারিরীক সম্পর্কেও লিপ্ত হয়ে পড়েন। পরে অবশ্য এ সমস্ত কিছুই অস্বীকার করেন। গত মার্চে সর্দার নিজেই তদন্তকারী অফিসারদের সামনে এসে নিজের বক্তব্য পেশ করেন। যার ভিত্তিতেই মনে করা হচ্ছে, লুধিয়ানা পুলিশ দেশের হকি ক্যাপ্টেনকে ‘ক্লিন চিট’ দিয়ে দিল। যদিও, অ্যাসপাল বলছেন, আইনি লড়াই থেকে পিছু হটবেন না তিনি। এরপর, হরিয়ানা পুলিশের কাছে নতুন করে ‘দরবার’ করবেন অ্যাসপাল। অভিযোগপত্রে সর্দারের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং মানসিক পীড়নের ঘটনাগুলোর স্থান হিসেবে পাঁচকুলা এবং হিসারের নাম উল্লেখ করেছিলেন ভারতীয় বংশোদ্ভুত এই ব্রিটিশ তরুনী। সেজন্যই, বল এখন হরিয়ানা পুলিশের কোর্টে!
No comments:
Post a Comment