আই পি এলের ধাঁচে পথ চলা শুরু ডার্টস প্রিমিয়ার লিগের। ৯টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। অনুষ্ঠিত হবে স্যাটারডে ক্লাব, বেঙ্গল ক্লাব এবং সি সি এফ সি–তে। প্রত্যেক দলে থাকছে মার্কি খেলোয়াড়। খেলাগুলি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে।
খেলোয়াড় বেছে নেওয়া হবে নিলামের মধ্যে দিয়ে। ১২ তারিখ নিলাম অনুষ্ঠান হবে সি সি এফ সি–তে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ৬ লক্ষ টাকা এবং রানার্সের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। শুধু তা–ই নয়, প্রত্যেক দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে একজন টলিউড নায়িকাকে। সাইনিং স্টার দলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শার্প শুটার্সে গার্গী রায়চৌধুরি। অরিস স্ট্রাইকার্সে তনুশ্রী চক্রবর্তী। অ্যাপোলো অ্যারোজে অনন্যা চ্যার্টার্জি। টুংস্টেন ক্রিডে অরুণিমা ঘোষ। ওয়ারিয়র্সে ঊষসী চক্রবর্তী। অ্যারো হেডসে সম্পূর্ণা লাহিড়ী। ম্যাগমা যোদ্ধায় সোহিনী সরকার এবং একলব্যে রেচেল হোয়াইট। এমন একটি খেলার সঙ্গে যুক্ত হতে পেরে অভিভূত অভিনেত্রী গার্গী রায়চৌধুরি। বন্ধু ফিরদৌসের অনুরোধেই তঁার দলের দূত হয়েছেন। বলছিলেন, ‘ছোটবেলার মায়ের হাত ধরে এই খেলাটার সঙ্গে পরিচয়। আমার দুষ্টুমি থামাতে মা–ই একটা বোর্ডে মার্ক করে সেখানে হিট করতে বলত। এতে যে পরিমাণ কনসনট্রেশন লাগে, পরবর্তী সময়ে পেশাগত দুনিয়ায় এসে সেটার উপকারিতা বুঝতে পারি।’ অভিনেত্রী সোহিনী সরকারের কথায়, ‘ক্রিকেট, ফুটবলের মতো ডার্টস এখনও আমাদের দেশে জনপ্রিয় নয় ঠিকই। তবে আশা করি শিগগিরই এই খেলা জনপ্রিয়তা পাবে।’
খেলোয়াড় বেছে নেওয়া হবে নিলামের মধ্যে দিয়ে। ১২ তারিখ নিলাম অনুষ্ঠান হবে সি সি এফ সি–তে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ৬ লক্ষ টাকা এবং রানার্সের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। শুধু তা–ই নয়, প্রত্যেক দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে একজন টলিউড নায়িকাকে। সাইনিং স্টার দলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শার্প শুটার্সে গার্গী রায়চৌধুরি। অরিস স্ট্রাইকার্সে তনুশ্রী চক্রবর্তী। অ্যাপোলো অ্যারোজে অনন্যা চ্যার্টার্জি। টুংস্টেন ক্রিডে অরুণিমা ঘোষ। ওয়ারিয়র্সে ঊষসী চক্রবর্তী। অ্যারো হেডসে সম্পূর্ণা লাহিড়ী। ম্যাগমা যোদ্ধায় সোহিনী সরকার এবং একলব্যে রেচেল হোয়াইট। এমন একটি খেলার সঙ্গে যুক্ত হতে পেরে অভিভূত অভিনেত্রী গার্গী রায়চৌধুরি। বন্ধু ফিরদৌসের অনুরোধেই তঁার দলের দূত হয়েছেন। বলছিলেন, ‘ছোটবেলার মায়ের হাত ধরে এই খেলাটার সঙ্গে পরিচয়। আমার দুষ্টুমি থামাতে মা–ই একটা বোর্ডে মার্ক করে সেখানে হিট করতে বলত। এতে যে পরিমাণ কনসনট্রেশন লাগে, পরবর্তী সময়ে পেশাগত দুনিয়ায় এসে সেটার উপকারিতা বুঝতে পারি।’ অভিনেত্রী সোহিনী সরকারের কথায়, ‘ক্রিকেট, ফুটবলের মতো ডার্টস এখনও আমাদের দেশে জনপ্রিয় নয় ঠিকই। তবে আশা করি শিগগিরই এই খেলা জনপ্রিয়তা পাবে।’
No comments:
Post a Comment