আবির রায়, দুর্গাপুর: এন এস এইচ এম পড়ুয়াদের শুটিংয়ের খুঁটিনাটি বোঝালেন জয়দীপ কর্মকার। ভারতের অর্জুন পুরস্কার বিজয়ী শুটার জয়দীপ কলকাতার ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মিলিত হন। শুটিংকে কীভাবে কেরিয়ার তৈরি করার কাজে লাগানো যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। নিজের জীবনের সাফল্যও পড়ুয়াদের কাছে তুলে ধরেন জয়দীপ। এই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম ট্রাস্টি দিলীপ সিং মেহতা। এছাড়াও দুই ডিরেক্টর অর্ণব রায়, রাজীব চন্দ, জয়ন্ত বাগচী ও সন্দীপ ব্যানার্জি অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন।
No comments:
Post a Comment