Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 10, 2016

ইস্টবেঙ্গলে 'ব়্যান্টি-যুগ' কি শেষ? । সংবাদ প্রতিদিন


আগামী মরশুমে হয়তো লাল-হলুদ জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না ব়্যান্টি মার্টিন্সকে৷ আকারে-ইঙ্গিতে ব়্যান্টিকে এ কথা বুঝিয়ে দিল ইস্টবেঙ্গল৷ 
আই লিগে দলের মোট ২২ গোলের ১২-টিই তাঁর করা৷ তা সত্ত্বেও বিদায়ের পথে তিনি৷ ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ব়্যান্টিকে বলা হয়, আগামী মরশুমের দলগঠনের পুরো দায়িত্ব মর্গ্যানের৷ তাঁর দেওয়া তালিকা অনুযায়ীই হবে আগামী মরশুমের দল৷ এবং তিনি সম্ভবত তাঁকে রাখছেন না৷ ব়্যান্টি অবশ্য বলে দিচ্ছেন, "ক্লাব বা কোচ যদি আমায় রাখতে চায়, তাহলে তো আমি রাজিই৷ তবে আমাকে নিয়ে ক্লাবের সমস্যা থাকলেও আমার দিক থেকে কিছু নেই৷ ভারত ও বাইরের কয়েকটা দেশের ক্লাবের অফার রয়েছে আমার কাছে৷ অসুবিধা হবে না৷ তবে গোটা বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে৷" 
যা ইঙ্গিত, তাতে ব়্যান্টিকে বাদ দিয়েই দল গড়ছেন ইস্টবেঙ্গল কোচ৷ অর্থাত তাঁর পরিবর্তে দলে আসবেন ফের কোনও নতুন স্ট্রাইকার৷ আগামী মরশুমের জন্য দলের বেশিরভাগ ফুটবলারকেই সরিয়ে দেওয়া হবে বলে খবর৷ 

No comments:

Post a Comment