সোনি নর্দে কি ট্রেভর জেমস মর্গ্যানের টিম লিস্টে ঢুকে পড়েছেন? মর্গ্যানের কিছু কথাবার্তায় সে রকমই সম্ভাবনা দেখা দিয়েছে৷, সোমবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েছিলেন ব্রিটিশ কোচ, ভিসার প্রয়োজনীয় কাগজপত্র আনতে৷ তার পরে মর্গ্যান সাংবাদিকদের বলেছেন, 'সোনিই এই মুহূর্তে দেশের সেরা বিদেশি৷' সোনি নিজেও মোহনবাগান নিয়ে খুব একটা সন্ত্তষ্ট নন৷ তাঁর অসন্তোষ পরিষ্কার করে দিয়েছেন৷ ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য অবশ্য বললেন, 'কাউকে নিয়েই আমরা ভাবছি না৷ কোচ যাকে নিয়ে বলবেন, তাঁকেই নেওয়া হবে৷'
এরই মধ্যে আবার এ দিন সন্ধেয় মর্গ্যানের সঙ্গে বৈঠকে বসে তাঁকে দু'বছরের চুক্তিপত্রে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল৷ মেহতাব, সৌমিক, দীপক, অভ্রদের রাখা উচিত কিনা, এ ব্যাপারে জানতে চাওয়া হয় মর্গ্যানের কাছে৷ মর্গ্যান কিছু বলেননি৷সন্তোষ বলেন, 'উনি চুক্তিপত্র খতিয়ে দেখে জমা করবেন৷' সোনিকে নিয়ে যখন গুঞ্জন, তখন ইস্টবেঙ্গলের ফুটবল সচিব জানিয়ে দিলেন, দং হিউন দো-র সঙ্গে কোনও চুক্তিই নেই ক্লাবের৷ কলকাতা লিগের বড় ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করার পর কর্তারা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন, দংয়ের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দু'বছর বাড়ানো হল৷ কিন্ত্ত সোমবার রাতে সন্তোষ পরিষ্কার বলে দেন, 'ওই সময় আমরা মিডিয়াকে জানিয়েছিলাম ঠিকই, কিন্ত্ত দংয়ের এজেন্ট চুক্তি বাড়াতে রাজি হয়নি৷'
মর্গ্যান প্রাথমিক একটা টিম লিস্ট দিলেও কর্তারা তা স্বীকার করছেন না৷ মর্গ্যান এ দিন বলেছেন, 'আই লিগ আমি দেখেনি৷ তাই টিমের সিনিয়র ফুটবলারদের সঙ্গে কথা বলে লিস্ট জমা করব৷' আগামী মরসুমে ইস্টবেঙ্গলে বাগান মডেল ফলো করবেন মর্গ্যান৷ কলকাতা লিগকে গুরুত্ব দেবেন না৷ আই লিগ আর ফেডারেশন কাপ নিয়েই যত ভাবনা তাঁর৷ এক মাসের প্রাক মরসুম শিবির চান৷
No comments:
Post a Comment