এ আই এফ এফ পরিচালিত অনূর্ধ্ব-১৭ যুব কাপকে রীতিমতো গুরুত্ব দিচ্ছেন ভারতীয় জুনিয়র দলের কোচ নিকোলাই অ্যাডাম। তিনি বলেন,‘ আগামী বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। অক্টোবরে গোয়ায় অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ। তার আগে এই ইযুথ কাপ আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ।
কারণ এই প্রতিযোগিরায় আমেরিকা খেলছে। আছে দক্ষিণ কোরিয়া। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই দেশ নিয়মিত খেলে। মালয়েশিয়াও এশিয়া মানে খুব খারাপ দল নয়। তাঞ্জানিয়া দলটির ফুটবল গৌরব খুব বেশি নেই। তবে আফ্রিকানরা টাফ ফুটবল খেলে। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেটা আমার ছেলেরাও বুঝতে পেরেছে। বিশ্ব ফুটবল এখন অনেকটা ফিজিক্যাল। তাই সব মিলিয়ে গোয়ার এই যুব কাপ আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। প্রস্তুতির পক্ষে খুব ভালো টুর্নামেন্ট। উল্লেখ্য, ১৫ মে থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিদিন দুটি করে খেলা। রাউন্ড রবিন ভিত্তিতে হবে খেলা। প্রথম দুটি দল ফাইনালে খেলবে। তবে নিকোলাই অ্যাডাম ফাইনালে ওঠার আশা করছেন না। তাঁর প্রাথমিক টার্গেট প্রথম চারে থাকা। সেই ক্ষেত্রে পাঁচটি মযাচ খেলতে পারবেন। আর রাউন্ড রবিন লিগে প্রথম চারে থাকলে অ্যাডামের পরবর্তী টার্গেট তিন নম্বর।
No comments:
Post a Comment