আজকালের প্রতিবেদন: ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে সৌরভ গাঙ্গুলি চাইছেন, মহেন্দ্র সিং ধোনি নন, মেন ইন ব্লু–র নেতৃত্বের ভার থাকুক বিরাট কোহলির হাতে। কারও কারও বক্তব্য, ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক করা হোক কোহলিকে। কিন্তু এই নিয়ে খুব তাড়াহুড়ো চাইছেন না সুনীল গাভাসকার। এন ডি টিভিকে তিনি বলেছেন, ২০১৯ বিশ্বকাপ এখনও অনেক দূর। বরং বিরাটকে খেলতে দেওয়া হোক।
পাশাপাশি বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়ে গাভাসকার বলেছেন, ‘ও খুব দ্রুত শিখছে। এটা দারুণ ব্যাপার। সবসময় চায়, আরও উন্নতি করতে। ও হল জাত ব্যাটসম্যান।’ এখানেই না থেমে সানির সংযোজন, ‘সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে পড়বে বিরাট। আশা করব, এভাবেই ও আরও ১৫ বছর খেলে যাবে।’ মঙ্গলবার বি সি সি আই সভাপতি পদে ইস্তফা দিয়েছেন শশাঙ্ক মনোহর। তাঁর লক্ষ্য আই সি সি–র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা। এই প্রসঙ্গে গাভাসকারের মন্তব্য, ‘এটা মনোহরের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আই সি সি–তে ওঁর যাওয়াটা হবে বিরাট ব্যাপার।’
No comments:
Post a Comment