রিও ডি জেনিরো: দু’দিন যেতে না যেতে আবার মর্মান্তিক মৃত্যু ফুটবল মাঠে। খেলতে খেলতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দু–দু’জন ফুটবলার। ব্রাজিলের বার্নার্ডো রিবেইরো এবং ক্যামেরুনের মহিলা গোলকিপার জেনিন ক্রিস্টেল জোমনাং। মিনাস গেরাইসে একটি অপেশাদার ম্যাচ খেলছিলেন বছর ছাব্বিশের রিবেইরো। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ বছরের রিও স্টেট চ্যাম্পিয়নশিপে ফ্রাইবারজেন্সের হয়ে খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার নিউ ক্যাসল জেটসের হয়েও খেলেছেন। আলবেনিয়া, ইতালি ও ফিনল্যান্ডের ক্লাবেও রিবেইরো খেলেছেন। অন্যদিকে ৪৮ ঘণ্টাও কাটেনি। ডায়নামো বুখারেস্টের প্যাট্রিক একেংয়ের মৃত্যু হয়েছে মাঠেই। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ক্যামেরুন ফুটবলে আবার ধাক্কা এল রবিবার। ক্যামেরুনিয়ান মহিলা চ্যাম্পিয়নশিপে খেলা ছিল ফেমিনা স্টার ও লুভেস অফ মিনপ্রোফের। ম্যাচের আগে যখন ফুটবলাররা হালকা গা ঘামাচ্ছিলেন, তখনই মাঠে লুটিয়ে পড়েন ফেমিনার গোলকিপার জেনিন ক্রিস্টেল জোমনাং। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ক্যামেরুন ফুটবল ফেডারেশনের বক্তব্য, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হৃদ্রোগেই আক্রান্ত হয়েছিলেন জেনিন। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। এই ঘটনার পর ফেডারেশনের সদর দপ্তরে একেং এবং জেনিন, দু’জনের জন্যই রাখা হয়েছে শোকপুস্তিকা।
No comments:
Post a Comment