Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 10, 2016

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন স্যান্টিনা | আনন্দবাজার

সদ্য হারের মুখ দেখতে হয়েছে ইন্দো-সুইস জুটিকে। মাদ্রিদ ওপেনের ফাইনালে হেরে গিয়েও শীর্ষ স্থান ধরে রাখল মার্টিনা-সানিয়া জুটি। ডব্লুটিএ ডাবলস র‌্যাঙ্কিংয়ে ১২০৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গেলেন সানিয়ারাই। মহিলা সিঙ্গলসে শীর্ষ স্থান ধরে রাখলেন সেরেনা উইলিয়ামস।
রাদওয়ানস্কাকে তিন নম্বরে নামিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন জার্মানির আঞ্জেলিক কেরবার। ডোপ কেলেঙ্কারির জন্য সেরা ১০ থেকে ছিটকে গেলেন রাশিয়ার মারিয়া শারাপোভা।

অন্যদিকে, অস্ট্রেলিয়া স্যাম গ্রোথকে সঙ্গে নিয়ে বুসান ওপেন জিতে এটিপি র‌্যাঙ্কিংয়ে ৫৬ থেকে ৫৪ নম্বরে উঠে এলেন লিয়েন্ডার পেজ। যার ফলে অলিম্পিক্সের পথ অনেকটাই মসৃণ হল লি-র জন্য। ভারতের রোহন বোপন্না ডবলস র‌্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে রয়েছেন।

No comments:

Post a Comment