জয়ের নেশায় যেন বুঁদ কোচ সঞ্জয় সেন। হোক না রিজার্ভ টিম। তা সত্ত্বেও বিদেশি দলের বিরুদ্ধে জয়ের লক্ষ্য থেকে সরছেন না বাগান কোচ। মঙ্গলবার বিকেলে প্র্যাকটিস করে হোটেলে ফিরে গুয়াহাটি থেকে ফোনে সঞ্জয়ের গলায় আত্মবিশ্বাসের সুর, ‘জেতা কেন সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। দলের বাকিরাও কোয়ালিটি ফুটবলার। এটা ভুলে গেলে চলবে না।’
সূত্রের খবর, বুধবার মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এ এফ সি ম্যাচে সাউথ চায়নার বিরুদ্ধে ডিফেন্ডার লুসিয়ানোকেও রিজার্ভ বেঞ্চে রেখে শুরু করবে। ফলে এক বিদেশি কাৎসুমিকে নিয়েই জয়ের নীলনকশা তৈরি হচ্ছে। সনি, গ্লেন–সহ ৭ জনকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়নি। বিশ্রামের কারণে।
জেজেদের ৫ ম্যাচ ১১ পয়েন্ট। আগেই এ এফ সি–র প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মোহনবাগান। সঞ্জয় চাইছেন অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করতে। যেটা করতে গিয়ে এক ঢিলে দুই পাখি মারার মতো করে বাগান–সারথি বলছেন, ‘এই ম্যাচে আমার দুটো লক্ষ্য। টানা খেলা প্লেয়ারদের বাঁচানো। তেমনই ক্লাবের ঐতিহ্য ও সম্মানের কথা মাথায় রেখে ভাল রেজাল্টও করতে হবে।’ সঙ্গে জুড়লেন, ‘যারা এই ম্যাচে সুযোগ পাবে, তাদের কাছে প্রমাণ করার ম্যাচ।’
সঞ্জয় মুখে যা–ই বলুন না কেন, তঁার নজরে এখন শুধুই ফেড কাপ। মঙ্গল–সকালে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে নিজের দলের পারফরমেন্স প্রসঙ্গে চেতলাবাসীর মুখে উঠে এল আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘ব্র্যান্ড ফুটবলের’ কথা। যেখানে ট্রফি জেতা আর ভাল ফুটবল খেলার মধ্যে ফারাক রয়েছে। সেটা কেমন? সঞ্জয়ের কথায়, ‘আর্সেনাল শেষ ১৫ বছরে ক’টা ট্রফি পেয়েছে আমার জানা নেই। শেষ দু–তিন বছরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোনও ট্রফি জেতেনি। কিন্তু তা সত্ত্বেও ওদের ব্র্যান্ড ফুটবল বিশ্বের মানুষকে আনন্দ দেয়।’ কিন্তু বাংলায় কি সেটা সম্ভব? এখানকার ক্লাবের সমর্থকদের কাছে দিনের শেষে ট্রফিই শেষ কথা বলে। সেটা বেশ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেই বোধহয় সঞ্জয় বলছেন, ‘ট্রফি জেতা আর ভাল খেলার মধ্যে সামঞ্জস্য রেখে চলতে হয়।’
প্রতিপক্ষ সাউথ চায়নার ৫ ম্যাচে ৬ পয়েন্ট। পরের রাউন্ডে উঠতে তারাও মরিয়া লড়াই করবে। সে বিষয়ে সতর্ক সঞ্জয় বলেন, ‘অ্যাওয়ে ম্যাচে আমরা ৪–০ জিতলেও বলছি ওরা ভাল টিম। জেতার মরিয়া চেষ্টা করবে। ওদের যে সুযোগ এখনও আছে।’ মঙ্গলবার বিকেলে ঘণ্টাখানেক মূল স্টেডিয়ামে গা ঘামিয়েছেন সবুজ–মেরুন ফুটবলাররা।
এ এফ সি কাপের ম্যাচ খেলতে নামার আগে বাগান–তারকা স্বদেশি জেজের মন পড়ে ফেড কাপে। গুয়াহাটি যাওয়ার আগে মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে জেজের মন্তব্য, ‘শিলঙের মাটিতে ম্যাচটায় আমাদের সতর্ক থাকতে হবে। হালকাভাবে নেওয়া চলবে না কোনও ভাবেই।’ সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, এ এফ সি হোক কিংবা ফেড কাপ, মোহনবাগানের অভিধানে দুটো শব্দ— ‘জেতা’ আর ‘চ্যাম্পিয়ন’।
No comments:
Post a Comment