Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 10, 2016

জার্মানির কাছে হেরে কেঁদেছিলাম: পেলে | আজকাল

দুঙ্গার ওপর চটেছেন পেলে। কেন?‌ ফুটবল সম্রাটের রাগের কারণ, ব্রাজিল ফুটবলের সাম্প্রতিক স্টাইল। আগের সেই সুন্দর, দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারছে না ব্রাজিল। এটাই বিরক্ত করেছে তাঁকে। পেলে বলেছেন, ‘‌এই বিষয়ে কথা বলতে গেলেই, মন খারাপ হয়ে যায়।
বিশ্বকাপে জার্মানির কাছে যেদিন ৭-‌১ ব্যবধানে হারল ব্রাজিল কেঁদেছিলাম। অনেক, অনেকক্ষণ ধরে। ৭ গোল হজম করতে হয়েছে বলে কেঁদেছিলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্রাজিল ফুটবলের সেই আনন্দ, সেই শিল্প, সেই সুন্দর ফুটবল কোথায় গেল?‌ এই প্রশ্নটাই ওই মুহূর্তে আমাকে যন্ত্রণা দিয়েছিল। চোখের জল ধরে রাখতে পারিনি। আশা করি, অলিম্পিকে এবং কোপা আমেরিকায় ব্রাজিল আবার সেই পুরনো ধারার ফুটবল খেলবে। যে ফুটবলের জন্য বিশ্ব ব্রাজিলকে চেনে, সেই ঘরানার ফুটবল খেলবে। কাজটা সহজ নয়। এখন ভয় করে। এটা ভেবেই যে, হয়ত আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। নিজের ফুটবল ভুলে গিয়েছি।’‌ এখানেই শেষ নয়। পেলে আরও বলেছেন, ‘দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলো যেমন আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর এখন ব্রাজিলের থেকে অনেক ভাল ফুটবল খেলছে। শেষ দুই কোপা আমেরিকায় কী ঘটেছে একবার ভেবে দেখুন। প্যারাগুয়ের কাছে আমরা পেনাল্টিতে হেরেছি!‌ আমি, গার্সন, রিভেলিনো, তোস্তাও— সবাইকে কোচ জাগালো একসঙ্গে মাঠে চাইতেন। আসলে ওঁর লক্ষ্য ছিল এমন একটা ফরমেশন তৈরি করা, যাতে সুবিধা হয় আমাদের। ২০০২ বিশ্বকাপের সময় দলে রোনাল্ডো, রোনাল্ডিনহো, রিভাল্ডোর মত প্লেয়ার ছিল। ওদের কম্বিনেশনটাও ছিল দারুণ। তাই আমরা জিতেছিলাম। কিন্তু এখনকার কোচ তো কিছুই জানে না!‌ ব্যক্তিগত নৈপুন্য মানে না!‌ কোনও শিল্পসৃষ্টিকারী প্লেয়ার আদৌ তুলে আনতে পেরেছে কি?‌ নেইমারের পক্ষে একা কিছুই করা সম্ভব নয়। বিশ্বকাপে কী ঘটেছে, আপনারা তো সবাই দেখেছেন।’‌ ‌

No comments:

Post a Comment