লন্ডন: চমক হয়ত একেই বলে। মনে করা হয়েছিল চেলসি তাঁকে আর রাখবে না। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধন কি আর এত সহজে ছিন্ন হয়? সবাইকে অবাক করে দিয়ে জন টেরির সঙ্গে আরও এক বছরের চুক্তি করল চেলসি। উচ্ছ্বসিত টেরিও। ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘সবাই জানে, আমি আপাদমস্তক চেলসি। নতুন কোচের তত্ত্বাবধানে আগামী মরশুমে খেলার জন্য ছটফট করছি। সমর্থকরা যে আমাকে এখনও ভালবাসেন, তার জন্য ধন্যবাদ। চেলসির সমর্থকরাই বিশ্বের সেরা।
No comments:
Post a Comment