বায়ার্ন মিউনিখ ছেড়ে আসন্ন মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির দায়িত্ব নিতে চলেছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানেজার যেমন নতুন দল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তেমনই তঁাকে নিয়েও কাজ শুরু করে ফেলেছেন ম্যান সিটি ফুটবলাররা। সেই রহস্য ফাঁস করলেন আগুয়েরো।
পেপ বার্সিলোনার দায়িত্বে থাকার সময় তঁাকে কাছ থেকে দেখেছেন মেসি। এ ব্যাপারে জাতীয় দলের সতীর্থই তঁার দলের নতুন ম্যানেজার সম্পর্কে যাবতীয় তথ্য দিচ্ছেন আগুয়েরোকে। বলেন, ‘লিও–র থেকে শুনেছি গুয়ার্দিওলা ওকে যথেষ্ট প্রভাবিত করেছে। অন্যান্য ফুটবলারদের থেকেও একই কথা শোনা গিয়েছে। ব্যক্তিগতভাবে যদিও গুয়ার্দিওলার সঙ্গে আমার পরিচয় নেই। ফলে কোপা আমেরিকার পর্ব মিটলেই ওঁর সঙ্গে দেখা হবে।’ মেসির থেকে পেপ সম্পর্কে ঠিক কী তথ্য পেয়েছেন, তা খোলসা করেননি আগুয়েরো। তবে ক্লাবের নতুন ম্যানেজারের প্রশংসাই শোনা গিয়েছে তঁার মুখে। বলেন, ‘আশা করি উনি এমন একজন কোচ, যে ফুটবলারদের ওপর দায়িত্ব চাপিয়ে দেবে। আমাদের সেটার প্রয়োজনও রয়েছে। পেপ আসায় শুধু আমি নই, দলের অন্য ফুটবলারদের পাশাপাশি ক্লাবও উপকৃত হবে।’
No comments:
Post a Comment