ছোট্ট মুর্তাজার কথা মনে আছে তো? লিওনেল মেসির সেই খুদে ভক্ত, যে প্লাস্টিকের জার্সি বানিয়ে পরেছিল। জার্সি কেনার পয়সা নেই বলে, এমন করে শখ মেটানো! এতদূর কল্পনা করা! কী করে পারল পাঁচ বছরের ছেলে? এই প্রশ্নটাই ভাবিয়ে তুলেছিল। সোশ্যাল নেটওয়ার্কে ঝড় বয়েছিল। তারপর জল অনেক দূর গড়িয়েছে। মুর্তাজা মেসির জার্সি পেয়েছে বটে। কিন্তু তাকে দেশ ছাড়তে হয়েছে! খুনের হুমকি পেয়ে!
সেই মুর্তাজার মতোই তাঁরও এক খুদে ভক্তের খবর জেনেছেন শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেটারের খুদে ভক্তটি নিজে হাতে কোনও জার্সি তৈরি করেনি। সে জার্সি প্লাস্টিকেরও তৈরি নয়। কিন্তু ছোট্ট ছেলে নিজের জার্সির পিঠে পেন দিয়ে বড় বড় করে নাম লিখেছে শোয়েব মালিকের। আর সেই জার্সি গায়ে খেলতে নেমেছে বন্ধুদের সঙ্গে। তবে খুদে ভক্তটির জার্সিতে ‘১০’ নম্বর লেখা। যে নম্বরের জার্সি একদা পরতেন শাহিদ আফ্রিদি। তা হলে কী আফ্রিদির জার্সির ওপর শোয়েবের নাম লিখেছে সে? নাকি ‘১০’ নম্বরটা তার বিশেষ পছন্দ বলেই লিখেছে? কিছুই জানা যায়নি। কারণ, খুদের পরিচয় পাওয়া যায়নি এখনও। ছোট্ট ছেলেটির যে ছবি পাওয়া গেছে, তাতে উল্টোমুখ করে দাঁড়িয়ে আছে সে। খুদে এই ভক্তটিকে খুঁজে বের করতে চান শোয়েব মালিক। টুইটারে লিখেছেন, ‘এই ছোট্ট ছেলেটিকে খুঁজে বের করতে চাই। আর ওকে খুঁজে পেলেই, নিজের একটি শার্ট উপহার দিতে চাই। এত ভালবাসা পেয়ে আমি আপ্লুত।’
No comments:
Post a Comment