Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 18, 2016

‌গল্ফ স্টিক হাতে শচীন!‌ । আজকাল

বড়ই সাদা‌মাঠা এক সকাল। কোথাও, কোনও উত্তেজনার রসদ নেই। শনিবারের সকালে তাই নিশ্চিন্তে গল্ফ খেলছিলেন বিশাখাপত্তনমের ইস্ট পয়েন্ট গল্ফ ক্লাবের জনাকুড়ি সদস্য। আচমকা ক্লাবে এসে নিজের মতো করে খেলতে শুরু করেন একজন। ছোট্ট‌খাট্টো চেহরা। তবে গল্ফ স্টিক হাতে নেওয়ার অভ্যস যে তাঁর আছে, বোঝা যাচ্ছিল।
প্রথম কিছুক্ষণ বুঝতেই পারেননি ক্লাবের অন্য সদস্যরা আগন্তুকের পরিচয়। খানিক বাদে চিনতে পারার পর, হুড়োহুড়ি পড়ে যায় ক্লাবের সদস্যদের মধ্যে। কাকে নিয়ে এই হুড়োহুড়ি?‌ কে এই আগন্তুক?‌ শচীন তেন্ডুলকার। আই পি এলে মুম্বই ইন্ডিয়ান্সের এখন ঘরের মাঠ বিশাখাপত্তনম। খরা পরিস্থিতির জন্যই হোম গ্রাউন্ড বদলাতে হয়েছে মুম্বইকে। তিনি দলের মেন্টর। তাই দলের সঙ্গে সঙ্গে ঘুরছেন। সেই দায়িত্ব সামলানোর ফাঁকেই গিয়েছিলেন গল্ফ খেলতে। শচীনকে এত কাছে পেয়ে আপ্লুত ক্লাবের সদস্যরা। ঘনঘন তাঁর সঙ্গে ছবি তোলার আবদার করতে থাকেন প্রত্যেককেই। কিন্তু মাস্টার ব্লাস্টার একবারও বিরক্ত হননি। উল্টে হাসিমুখে আবদার মিটিয়েছেন সবার। ওই ক্লাবেরই এক সদস্য বসন্ত জানিয়েছেন, ‘‌শচীনকে এত কাছ থেকে দেখব‌ ভাবিনি। শুরুতে তো আমরা বুঝতেও পারিনি শচীন এসেছে!‌ সত্যিই স্বপ্নপূরণ হল।’‌ আরেক সদস্য জানিয়েছেন, ‘‌শচীন এত বড় মাপের ব্যক্তিত্ব। অথচ কী বিনয়ী!‌ পা মাটিতে রেখেই চলেন। কোনও অহঙ্কার নেই। সবার সঙ্গে ছবি তুলেছেন। আপত্তি করেননি একবারও।’‌ ‌

No comments:

Post a Comment