দিয়েগো মারাদোনার ভক্ত আমরা সবাই। কিন্তু এই তালিকায় যে বাপি লাহিড়ীও আছেন, জানা ছিল না। সম্প্রতি বাপি দুবাই গিয়ে মারাদোনার সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিল তাঁর নাতি স্বস্তিক।
দুবাইয়ে আর্জেন্টিনা দূতাবাসের শীর্ষকর্তা মারাদোনার সঙ্গে বাপির দেখা করিয়ে দেন। বলিউডের এই সুরকার–গায়ক মারাদোনার সঙ্গে দেখা করতে খালি হাতে যাননি। ডিস্কো ড্যান্সার ছবির ‘জিনি জিনি’ গানটা শোনার পর থেকেই দুবাইয়ের দূতাবাসের শীর্ষকর্তা ফার্নান্ডো চেয়েছিলেন যে, মারাদোনাকে নিয়ে একটি গান লিখুন বাপি। সেই গান লেখা হয়েছে, সুর দেওয়া হয়েছে, ভিডিও তৈরি করা হয়েছে, যা বাপি মারাদোনার হাতে তুলে দেন। গানের প্রথম লাইনটি হল এরকম— ‘মারাদোনা মারাদোনা, ইউ আর দ্য গোল্ডেন ফুটবলার...’।
No comments:
Post a Comment