Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 16, 2016

কর্তাদের উপেক্ষায় ক্লাব ছাড়ার কথা ভাবছেন দং । এবেলা

লাল-হলুদে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দো দং

আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গল কর্তাদের কাছ থেকে কোনওরকম ইতিবাচক সাড়া না পেয়ে এবার দল ছাড়ার ভাবনা শুরু করে দিলেন দো দং হিউন-ও। কোরিয়ান ফুটবলার বললেন, ‘‘ইস্টবেঙ্গলের প্রস্তাবের অপেক্ষায় আছি। কিন্তু অনির্দিষ্টকাল এভাবে চলতে পারে না। আগামী সপ্তাহেই ঠিক করে ফেলব কলকাতায় খেলব কি না।’’ 

নতুন মরসুমে দলগঠনের দায়িত্ব কোচ ট্রেভর জেমস মর্গ্যানের হাতে তুলে দিয়েছেন লাল-হলুদ কর্তারা। কিন্তু ফুটবলারের তালিকা এখনও কর্তাদের দেননি তিনি। এমনকী, ইস্টবেঙ্গলের চুক্তিপত্রেও সই করেননি মর্গ্যান। লাল-হলুদ কর্তাদের দেওয়া খসড়া চুক্তি সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন ব্রিটিশ কোচ। এর মধ্যেই শনিবার পার্‌থ থেকে মর্গ্যান পরিষ্কার বলে দিলেন, ‘‘চুক্তি সই করার পরে নতুন মরসুমের পরিকল্পনা করব।’’ কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে কবে সই করবেন? মর্গ্যান জানালেন, ‘‘কয়েকটা বিষয় নিয়ে এখনও কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। সেই ব্যাপার মিটে গেলে সই করব। তার আগে নয়।’’ 
মর্গ্যান চুক্তিপত্রে সই না করা পর্যন্ত বেশ চাপেই রয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এমনকী, দলগঠনের কাজও থমকে গিয়েছে। ক্লাবের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, ‘‘কোন ফুটবলার দলে রাখা হবে সেটা মর্গ্যান ঠিক করবেন। আমরা ওঁর তালিকা পেলে ফুটবলারদের সঙ্গে কথা বলতে আরম্ভ করব।’’
এমন পরিস্থিতিতে সবচেয়ে অস্বস্তিতে রয়েছেন ইস্টবেঙ্গলের কোরিয়ান ফুটবলার দং । বেশ হতাশ হয়ে পড়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন আর তিন থেকে চারদিন অপেক্ষা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দংয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, কলকাতা লিগে দুরন্ত খেলার পর তাঁর সঙ্গে ইস্টবেঙ্গেলর ৩ বছরের চুক্তি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ঠিক হয় চুক্তির কয়েকটা বিষয়ে পরিবর্তন আনা হবে। আই লিগের পর নতুন চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু এখনও সেটা হয়নি। কর্তাদের স্পষ্ট মনোভাব, তাঁরা দংয়ের বিষয়টা মর্গ্যানের ওপর ছেড়ে দিয়েছেন।
চলতি মরসুমে দংয়ের পারফরম্যান্স গ্রাফ বারবার ওঠানামা করেছে। কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলেছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ সফরে হাঁটুতে চোট পাওয়ার পর ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। আই লিগ চলাকালীন প্রাক্তন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গেও বিতর্কে জড়ান দং। আবার আই লিগের ফিরতি ডার্বিতে জোড়া গোল করে ইস্টবেঙ্গলকে জেতানোর পর ফের দংকে নিয়ে মাতামাতি শুরু হয়। ফেডারেশন কাপের আগে দলের দায়িত্ব নেন মর্গ্যান। কিন্তু নতুন কোচের স্ট্র্যাটেজির সঙ্গে সেভাবে মানিয়ে নিতে পারেননি দং। মরসুমের শুরুতে নায়কের সম্মান পাওয়া কোরিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইস্টবেঙ্গল কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার।

No comments:

Post a Comment