Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 16, 2016

পাঠানের বিরুদ্ধে মাঠেই রাগ দেখিয়ে বিতর্কে ধোনি। দেখুন সেই ভিডিও | এবেলা

মহেন্দ্র সিংহ ধোনি ও ইরফান পাঠানের সম্পর্ক মোটেও মধুর নয়। ধোনির নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একের পর এক ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয় ইরফানকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ইরফানকে নামানো হয়। ইরফান উল্লেখযোগ্য পারফরম্যান্স দিতে পারেননি। উলটে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে দেখা যায় অন্য ধোনিকে। এই ধোনিকে অনেকেই দেখেননি। 



ঘটনা হল, ধোনি স্ট্রাইক করছিলেন। বোলার ছিলেন কেকেআর-এর সুনীল নারাইন। ধোনি বল ঠেলে সিঙ্গল নেওয়ার জন্য দৌড়ন। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়েছিলেন ইরফান। তিনি বুঝতে পেরেছিলেন এই রান নেওয়া সম্ভব নয়। ধোনি ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছেন। পাঠানের তরফ থেকে কোনও সাড়া না পাওয়ায় ধোনি নিজেকে আর স্থির রাখতে পারেননি। এমন প্রতিক্রিয়া তিনি দেখালেন, যা সচরাচর ধোনির থেকে দেখা যায়নি। পাঠান ক্রিজ ছেড়ে না বেরোলে ধোনি রান আউট হতেন। রাঁচির রাজপুত্র প্রচণ্ড ক্ষেপে গিয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। হ্যাঁ, দৌড়তে দৌড়তেই। পাঠান আর কী করবেন! ধোনি তাঁর অধিনায়ক। তিনি কল করেছেন। পাঠান না বেরিয়ে পারলেন না। ক্রিজেও পৌঁছতে পারেননি পাঠান। রান আউট হয়ে মাঠ ছাড়তে হল ইরফানকে। এই ভিডিওটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল সাইটে আপলোডও করা হয়েছিল। কিন্তু ধোনির প্রতিক্রিয়া এবং যেভাবে তিনি পাঠানকে রান আউট করেন, তা ধোনির ভাবমূর্তি নষ্ট করার পক্ষে যথেষ্ট। আইপিএলের অফিসিয়াল সাইট থেকে সেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। ভিডিও না হয় ডিলিট করা হল। কিন্তু টেলিভিশন ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ধোনির অন্য অবতার। এই ধোনিকে অনেকেই চেনেন না। 
এই সেই ভিডিও। যা আইপিএলের অফিসিয়াল সাইট থেকে ডিলিট করে দেওয়া হয়। 


No comments:

Post a Comment