নয়াদিল্লি, ১৫ মে: ক্রিকেটের পর এবার ফুটবল শুদ্ধিকরণে নামলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি মুকুল মুদগল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামকক সংস্থা, ফিফার গভর্ন্যান্স কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে ভারতের এই বিচারপতিকে অফিসিয়াল চিঠি পাঠিয়েছে ফিফা।
বিচারপতি মুকুল মুদগল এর আগে আইপিএলের ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম কোর্টের কাছে কড়া রিপোর্ট পেশ করেছিলেন। ভারতীয় ক্রিকেটের দুর্নীতি দমন অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাঁর সেই তদন্ত রিপোর্ট ও নানাবিধ সুপারিশ। মুদগলের এমন আপোসহীন স্বচ্ছ্ব মনোভাবই ফিফার কাছে তাঁর গ্রহনযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। ফুটবলের উন্নয়নে ফিফার কাজকর্ম কিভাবে চলছে কিংবা কিভাবে এর আরও উন্নতি করা যায়, এ সব নিয়ে কাজ করবেন মুদগল। গুরুদায়িত্ব পাওয়ার পর মুকুল মুদগল জানান, ‘প্রথমে আমি ফিফার ওয়েবসাইটে আমার নির্বাচিত হওয়ার বিষয়টি দেখেছি। পরে তারা আমাকে সরকারিভাবে চিঠি পাঠিয়ে জানিয়েছে। একজন ভারতীয় বিচারপতি হিসেবে ফিফার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি দারুণ গর্ব অনুভব করছি। এ জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে অনেক ধন্যবাদ।’ সম্প্রতি মুকুল মুদগলকে এশিয়ান ফুটবল কাউন্সিলের (এএফসি) গভর্ন্যান্স কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আগামী জুনে এএফসির সভায় তিনি যোগ দেবেন। ফিফার গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল লুই মিগুয়েল মাদুরো। তিনি এবং মুদগল ফিফার আন্তর্জাতিক রিভিউ কমিটিতেও থাকবেন। তাঁরা দু’জনে মিলে খতিয়ে দেখবেন ফুটবল সংক্রান্ত ফিফার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে ভারতের এই বিচারপতিকে অফিসিয়াল চিঠি পাঠিয়েছে ফিফা।
No comments:
Post a Comment