দিল্লি: রিও অলিম্পিকে ভারতীয় দলে জায়গা পেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কুস্তিগীর সুশীল কুমার। রবিবার ভারতীয় কুস্তি ফেডারেশন রিও অলিম্পিকের জন্য প্রস্তুতি শিবিরে অংশগ্রহণের জন্য তালিকা প্রকাশ করেছে। বুধবার সোনাপেটে এই প্রস্তুতি শিবির শুরু হচ্ছে। জায়গা হয়নি গত দু বারের অলিম্পিকে পদকজয়ী সু্শীলের।
৭৪ কিলোগ্রাম বিভাগে জায়গা হয়েছে নরসিংহ যাদবের। এই একই বিভাগে লড়তে চান সুশীল। আদালতে আর্জি জানিয়ে তিনি বলেছেন নরসিংহ যাদবের সঙ্গে তাঁর কুস্তির লড়াইয়ের ব্যবস্থা করা হোক। যিনি জিতবেন তিনিই রিও অলিম্পিকের ছাড়পত্র পাবেন। এর আগেও কুস্তি ফেডারেশনের কাছে তিনি একই আবেদন করেছিলেন। সেই ম্যাচে দর্শক হিসেবে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন হন নরসিংহ। টুর্নামেন্টে যোগদানের জন্য যোগ্যতাই অর্জন করতে পারেননি সুশীল। নরসিংহের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই রিও অলিম্পিকে ৭৪ কে জি বিভাগে ছাড়পত্র পায় ভারত। অলিম্পিকের জন্য কোনও একটি দেশকেই ছাড়পত্র দেওয়া হয়। সুশীল এখন চাইছেন তাঁকেই পাঠানো হোক অলিম্পিকে। এরজন্য তিনি ভারতীয় অলিম্পিক ফেডারেশন, ভারতীয় কুস্তি ফেডারেশনে দরবার করেন। কোথায় সাড়া পাননি। এরপরই তিনি আদালতে গেলেন।
No comments:
Post a Comment