লন্ডন: ইউরোর জন্য ২৬ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। দলে সুযোগ পেয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরুণ বিস্ময় মার্কাস র্যাশফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর জেমি ভার্ডিও স্বাভাবিকভাবেই সুযোগ পেয়েছেন।
দলের নেতা রুনি। সুযোগ পাননি থিও ওয়ালকট, ফিল জাগিয়েলকা। পরে চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করা হবে। কোচ রয় হজসন বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর আমরা ২৩ জনের দল ঘোষণা করব।’ পুরো দল— গোলকিপার: হার্ট, ফর্স্টার, হিটন; ডিফেন্ডার: ক্লাইন, ওয়াকার, কাহিল, স্ম্যালিং, স্টোনস, বার্টর্যান্ড, রোজ; মিডফিল্ডার: আলি, বার্কলে, ডেলফ, ডায়ার, ড্রিঙ্কওয়াটার, হেন্ডারসন, লালানা, মিলনার, স্টারলিং, টাউনসেন্ড, উইলশেয়ার; ফরোয়ার্ড: কেন, র্যাশফোর্ড, রুনি, স্টারিজ, ভার্ডি।
No comments:
Post a Comment