শেষ মুহূর্তে আই লিগ হাতছাড়া হওয়ার অন্যতম কারণ ছিল আইজল এফ সি’র কাছে মোহন বাগানের অ্যাওয়ে ম্যাচে হার। মোহন বাগান- আইজল এফ সি’র মধ্যে ওই মযাচটি নির্ধারিত ছিল ৫ মার্চ। মোহন বাগান এ এফ সি কাপের জন্য ম্যাচটি পিছিয়ে প্রাক বিশ্বকাপে ভারতের ম্যাচের মধ্যে খেলতে রাজি হয়। প্রতিপক্ষকে ‘খাটো’ করে দেখার চরম মূল্য দিতে হয়েছিল মোহন বাগানকে। শিলংয়ে মোহন বাগানকে হারিয়ে দিয়েছিল জহর দাসের প্রক্ষিণাধীন দল। তাই মোহন বাগান সমর্থকরা এই ম্যাচটি ‘বদলার’ ম্যাচ হিসাবে দেখছেন।
এদিকে ফেড কাপ খেলতে মোহন বাগান বৃহস্পতিবার গুয়াহাটি যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোট গগণা আছে। ম্যাচটির দায়িত্বে আছে গুয়াহাটি ফুটবল সংস্থা। তারা এখনও সুনিদির্ষ্টভাবে বলতে পারেননি যে বৃহস্পতিবার মোহন বাগানকে পড়ন্ত বিকেলে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ দিতে পারবে কিনা? আবার বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভোট গগণা। এবার নির্বাচন কমিশন ভোট গগণার কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে। তাই বৃহস্পতিবার সকালে মোহন বাগান নিজেদের মাঠে অনুশীশন করতে পারবে কিনা তা নিশ্চিত নয়। ময়দান থানার কাছে দরবার করেছে মোহন বাগান। বৃহস্পতিবার কোথায় অনুশীলনচ করবে তা নিয়ে মোহন বাগান কোচ সঞ্জয় সেনও ধন্দে। তাই মোহন বাগান বৃহস্পতিবার না শুক্রবার গুয়াহাটি যাবে তা এখনও ঠিক হয়নি। সঞ্জয় সেন বললেন,‘ মঙ্গলবার মযানেজার সত্যজিৎ চ্যাটার্জি সহ শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করব।
No comments:
Post a Comment