বার্সেলোনা, ১৫ মে: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে লা লিগার সর্বাধিক গোলদাতার সম্মান পেয়ে উচ্ছ্বসিত লুই সুয়ারেজ। চলতি লিগে তাঁর গোলসংখ্যা ৪০। দ্বিতীয় স্থানে থাকা সিআরসেভেন ৩৫টি গোল পেয়েছেন।
শনিবার গ্রানাডার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করার বড় কারিগর সুয়ারেজ বলেছেন, ‘ফুটবলজীবনের অন্যতম সেরা মুহূর্ত। দল চ্যাম্পিয়ন, আমি সর্বাধিক গোলদাতা- এর থেকে ভালো আর কীই-বা হতে পারে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর সমর্থকরা হতাশ হয়েছিলেন। তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে গর্ববোধ করছি। মরশুমের শুরু থেকেই ম্যারাথন লিগে ধারাবাহিকতা বজায় রাখা আমাদের লক্ষ্য ছিল। কোচ লুই এনরিক পরিকল্পনামাফিক এগিয়ে নিয়ে গিয়েছেন দলকে। শেষদিকে কয়েকটি ম্যাচ আশানুরূপ খেলতে পারিনি আমরা। তাই রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে গিয়েছিল। কিন্তু শেষ ল্যাপে দুরন্ত পারফরম্যান্স উজাড় করে চ্যাম্পিয়ন হতে পেরেছি। সর্বাধিক গোলদাতার পুরস্কার পাওয়ার নেপথ্য সহ-ফুটবলারদের অবদান রয়েছে। মেসি, নেইমার, ইনিয়েস্তা, র্যাকিটিচ- কাকে ছেড়ে কার নাম করব। আমার কাজ ছিল শুধু বল গোলে ঠেলে দেওয়া। মেসি-ইনিয়েস্তারা যে সব ঠিকানা লেখা বল বাড়িয়েছে তা থেকে গোল না করাটাই কঠিন। তাই ওদের সহযোগিতা ভোলার নয়। লা লিগা জেতার পর এবার আমাদের লক্ষ্য কোপা দেল রে। দ্বি-মুকুট জিততে পারলে সমর্থকরা নিশ্চয়ই দ্বিগুণ আনন্দ পাবেন।’ লা লিগার সর্বাধিক গোলদাতার দৌড় গত ছ’টি মরশুম সীমবদ্ধ ছিল মেসি ও রোনাল্ডোর মধ্যে। এই সময়ের মধ্যে দু’জনই তিনবার করে সেরা গোলদাতার সম্মান পেয়েছেন। ২০০৮-০৯ মরশুমে সর্বাধিক গোলদাতার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদের ডিয়েগো ফরলান। তারপর ২০১৫-১৬ মরশুমে মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে লুই সুয়ারেজ এই সম্মান পেলেন। ডেভিড মোয়েস, জর্জ ভালদানোর মতো বিশেষজ্ঞরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুয়ারেজকে। মোয়েসের বক্তব্য, ‘চলতি মরশুমে সুয়ারেজই বার্সার সবচেয়ে মূল্যবান ফুটবলার। ক্রমশ ওর মধ্যে গোলের খিদে বাড়ছে। এই প্রজন্মে মেসিকেই আমার সর্বোত্তম বলে মনে হয়। ওর পাশে খেলে সুয়ারেজও পরিণত হচ্ছে। দলের প্রয়োজনে উরুগুয়ান স্ট্রাইকারটি নিজেকে উজাড় করে দিচ্ছে। এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে বার্সেলোনার আপফ্রন্টকে আগামী দিনে আরও ক্ষুরধার মনে হবে।’ আর্জেন্তিনা ও রিয়াল মাদ্রিদের প্রাক্তনী জর্জ ভালদানো বলেছেন, ‘এই মুহূর্তে সুয়ারেজই বিশ্বের সবচেয়ে ধারাবাহিক গোলগেটার। বক্সের মধ্যে নিজেকে ফাঁকা রাখতে পারা ওর সবচেয়ে বড় গুণ। দু’পা প্রায় সমান শক্তিশালী। হেডটাও চমৎকার। বিপক্ষের ডিফেন্ডারদের সঙ্গে ধাক্কাধাক্কি করেও সুয়ারেজ গোল করতে ওস্তাদ। মেসি ও নেইমারের মতো সহ-ফুটবলারের উপস্থিতি ওকে আরও ধারালো করেছে।’
No comments:
Post a Comment