গোয়ার মাটিতে ফেড কাপ ফাইনালে ওঠার জন্যে আইজল এফ সি’র ফুটবলারদের দুই লাখ টাকা পুরস্কার অর্থ দিচ্ছেন দল মালিক রবার্টো। তিনি রবিবারই ফুটবলারদের হাতে তুলে দিয়েছেন অর্থ। সেই সঙ্গে তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে ফাইনালে জিতলে আরও দুই লাখ দেবেন ওই আইজল কর্তা।
প্রতিটি ফুটবলার ২০ হাজার করে পাচ্ছেন। মোহন বাগান কোচ জহর দাস বললেন,‘ছেলেরা সোমবার রাতে কলকাতায় থাকবে। বুধবারের মধ্যে আমরা গুয়াহাটিতে পোঁছাব।
ফাইনালে উঠলেও ডেভিড লাল কার্ড দেখায় মনমরা জহর দাস। তিনি বলেন,‘ডেভিড আমাদের সবথেকে প্রতিশ্রুতিমান ফুটবলার। আই লিগে চারটি ম্যাচ ম্যাচে সেরা হয়েছে। রেফারি কিছুটা নির্দয় হয়েছেন ওর উপর। দ্বিতীয় হলুদ কার্ডটি রেফারি না দেখালেও পারতেন। ফেড কাপ খেলতে পারলে ওর আরও বেশি করে বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করতে পারত। বড় মঞ্চ থেকে ডেভিড ছিটকে যাওয়ায় খারাপ লাগছে।’
No comments:
Post a Comment