Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 16, 2016

ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগানের মুখোমুখি আইজ়ল | এনডু ইন্ডিয়া - সোনার বাংলা


মারগাঁও, ১৬ মে : ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC–কে হারিয়ে চমক দিয়েছিল আইজল FC। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়টা যে তাদের ফ্লুক ছিল না, তা প্রমাণ করে দিল পাহাড়ের এই দলটি। অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লাব দ্য গোয়াকে পেছনে ফেলে ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগানের মুখোমুখি আইজল FC।


আইজ়লে প্রথম পর্বের সেমিফাইনাল ম্যাচের ফল ছিল গোলশূন্য। কিন্তু ফিরতি ম্যাচে ঘরের মাঠে খেলার সুযোগ কাজে লাগাতে পারল না স্পোর্টিং ক্লাব। আইজ়লের কাছে আটকে গেল ২–২ গোলে। ৩৭ মিনিটে জোয়েল আয়েনির গোলে এগিয়ে যায় আইজ়ল। 

গতকাল ম্যাচের প্রথমার্ধের একেবারে ইনজুরি সময়ে স্পোর্টিংয়ের হয়ে সমতা ফেরান সুমিত পাসি। ৬০ মিনিটে লালচাওয়ানকিমা আবার আইজ়লকে এগিয়ে দেন। ৮০ মিনিটে ফ্রিকিক থেকে সমতা ফেরান গ্ল্যান মার্টিন্স। 

ম্যাচ ২–২ গোলে শেষ হলেও দুটি অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় আইজ়ল FC। ২১ মে গুয়াহাটিতে ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে আইজ়ল।  

No comments:

Post a Comment