মুম্বই: বেজায় চটেছেন রবি শাস্ত্রী। তাঁর প্রাক্তন সতীর্থ মহম্মদ আজহারউদ্দিনের জীবনের আদলে সম্প্রতি মুক্তি পেয়েছে ইমরান হাসমি, নার্গিস ফকরি অভিনীত ফিল্ম আজহার। ওই ফিল্মে রবি শাস্ত্রীর অনুকরণে একটি চরিত্র রাখা হয়েছে। তার নামও রবি।
একটি দৃশ্যে দেখানো হয়েছে, হোটেলের ঘরে রবি একজন মহিলার সঙ্গে সময় কাটিয়ে বেরোচ্ছেন। এবং ঠিক সেই সময়েই রবির স্ত্রীকে দূরে ঠেকিয়ে রাখছেন ইমরান হাসমি ওরফে আজহার। বিষয়টা অত্যন্ত কুরুচিকর এবং মিথ্যা বলেই দাবি করছেন রবি। ঘনিষ্ঠমহলে নাকি তিনি তীব্র অসন্তোষপ্রকাশ করেছেন। তাঁর পরিবারের সদস্যরাও নাকি বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। শুধু রবিই নন। রীতিমতো বিরক্ত আর এক প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকরও। তাঁর চরিত্রও যেভাবে দেখানো হয়েছে, তাতে মনোজও ক্ষুব্ধ। তিনি ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করার হুমকি দিয়ে রেখেছেন।
No comments:
Post a Comment