রোমে ট্রফি জিতে লকার রুমে মার্টিনা-সানিয়া। ছবি: টুইটার |
সান্টিনা স্ল্যাম-এর অভিযানে নামার এক সপ্তাহ আগে উদ্বুদ্ধকারী খেতাব জিতলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস। গত এগারো মাসে পরপর উইম্বলডন, যুক্তরাষ্ট্র ওপেন, অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর ইন্দো-সুইস ডাবলস টিম পরের সপ্তাহে প্যারিসে নামবেন ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে।
রোলাঁ গারোর ক্লে কোর্টে নামার ঠিক আগে এ দিন রোমে ডব্লিউটিএ মাস্টার্স টুর্নামেন্টে সানিয়ারা শুধু ডাবলস চ্যাম্পিয়নই হলেন না, পনেরো মাস বয়সি সান্টিনা জুটির ১৪টা খেতাবের মধ্যে এটাই প্রথম ক্লে কোর্ট ট্রফি। যে সাফল্য ফরাসি ওপেনের মুখে সানিয়াদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তা নিয়ে সন্দেহ নেই। ২০১৬-এ সানিয়াদের এটা পঞ্চম খেতাব। তবে ফেব্রুয়ারির পর এই প্রথম ট্রফি। সেটাও তাঁদের জুটির কাছে বলবর্ধক। চলতি ইউরোপিয়ান ক্লে কোর্ট মরসুমে তিনটে টুর্নামেন্ট খেলে রোলাঁ গারোয় নামছেন সানিয়ারা। স্টুটগার্ট, মাদ্রিদ ওপেনে রানার্স হওয়ার পর রবিবার রোমে চ্যাম্পিয়ন। রুশ জুটি ভেসনিনা-মাকারোভাকে সুপার টাইব্রেকে ৬-১, ৬-৭ (৫-৭), ১০-৩ হারিয়ে। সব মিলিয়ে সান্টিনা স্ল্যামের স্টেজ রিহার্সাল যথেষ্ট ভালই হল সানিয়া-হিঙ্গিসের।
No comments:
Post a Comment