Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 19, 2016

টেনিসের কঠিন সময়:‌ জকোভিচ

বার্লিন:‌ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন নোভাক জকোভিচ ও সেরেনা উইলিয়ামস। বিশ্বের সেরা ক্রীড়াসম্মানের মঞ্চে টেনিসের জয়–জয়কার। আর সেই মঞ্চে দঁাড়িয়েই টেনিসের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে গেলেন জকোভিচ। সম্প্রতি ডোপিং এবং গড়াপেটা কাণ্ড যেভাবে খেলাটার ওপর প্রভাব ফেলছে, তাতে টেনিস কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। 


বলেন, ‘‌টেনিসকে কেন্দ্র করে যেভাবে বেটিং, ম্যাচ ফিক্সিং, ডোপিংয়ের মতো ব্যাপার উঠে আসছে, তাতে খেলার গ্রহণযোগ্যতায় প্রভাব পড়ছে। এগুলো আটকাতে এবং টেনিসকে পরিচ্ছন্ন রাখতে অবশ্যই অ্যান্টি ডোপিং এজেন্সি, গভর্নিং বডিকে আরও তৎপর হতে হবে।’‌ কয়েকদিন আগেই এ বিষয়ে অ্যান্ডি মারে বলেছিলেন, টেনিস পুরোপুরি পরিচ্ছন্ন নয়। সে প্রসঙ্গে কথা উঠতেই জকোভিচ বলেন, ‘‌টেনিস যে কলঙ্কিত আমাদের কাছে সে রকম প্রমাণ নেই। বিষয়টা নিয়ে অ্যান্ডির সঙ্গে আমার কথা হয়েছে। ও কিন্তু ভুল কিছু ইঙ্গিত করেনি।’‌ ২০১২–র পর ফের ২০১৫ মরশুমের জন্য ক্রীড়া দুনিয়ার সেরা সম্মান পেলেন এই সার্বিয়ান টেনিস তারকা। পঞ্চমবার মনোনয়ন পেলেও এবারও পুরুষদের বিভাগে লিওনেল মেসির শিকে ছিড়ল না। মহিলাদের বিভাগে তৃতীয়বার এই সম্মান পেলেন সেরেনা। যদিও তিনি পুরস্কার মঞ্চে ছিলেন না। ‌‌‌‌
source - aajkal

No comments:

Post a Comment