Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 19, 2016

পাকিস্থানি মডেল আইপিএল কে তুলোধোনা করলেন

দিন কয়েক আগেই সুইমিংপুলে সেক্সি পোজে বিরাট কোহলিকে প্রেম নিবেদন করছিলেন পাকিস্তানি মডেল কান্দিল বালোচ ভারতীয় ক্রিকেটারের প্রতি প্রেম দেখালেও বিসিসিআই-কে একহাত নিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এই জনপ্রিয় মুখ  



ক্রমাগত ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে আইপিএল-এ খেলার এখন অনুমতি পান না পাক ক্রিকেটাররা৷ আর সেখানেই আপত্তি কান্দিলের৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টশম্যানশিপ নেই বলে দাবি তাঁর৷ এখানেই শেষ নয়৷ মহারাষ্ট্রে খরার মধ্যেও টুর্নামেন্ট চালিয়ে যাওয়া নিয়ে বোর্ডের সমালোচনা করেছেন তিনি৷ আইপিএল-কে 'ইন্ডিয়ান পানি লিগ' বলেও কটাক্ষ করেন কান্দিল একমাত্র কিং খানের প্রশংসা করে তিনি বলেন, "শাহরুখকে দেখে শিখুন৷ কেকেআর-এ ওয়াসিম আক্রমকে কোচ হিসেবে নিয়োগ করেছেন তিনি৷" 
আইপিএল-এর সমালোচনায় আর কী কী বললেন পাক মহিলা? নিজেই দেখে নিন

No comments:

Post a Comment