দিন কয়েক আগেই সুইমিংপুলে সেক্সি পোজে বিরাট কোহলিকে প্রেম নিবেদন করছিলেন পাকিস্তানি মডেল কান্দিল বালোচ৷ ভারতীয় ক্রিকেটারের প্রতি প্রেম দেখালেও বিসিসিআই-কে একহাত নিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এই জনপ্রিয় মুখ৷
ক্রমাগত ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে আইপিএল-এ খেলার এখন অনুমতি পান না পাক ক্রিকেটাররা৷ আর সেখানেই আপত্তি কান্দিলের৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টশম্যানশিপ নেই বলে দাবি তাঁর৷ এখানেই শেষ নয়৷ মহারাষ্ট্রে খরার মধ্যেও টুর্নামেন্ট চালিয়ে যাওয়া নিয়ে বোর্ডের সমালোচনা করেছেন তিনি৷ আইপিএল-কে 'ইন্ডিয়ান পানি লিগ' বলেও কটাক্ষ করেন কান্দিল৷ একমাত্র কিং খানের প্রশংসা করে তিনি বলেন, "শাহরুখকে দেখে শিখুন৷ কেকেআর-এ ওয়াসিম আক্রমকে কোচ হিসেবে নিয়োগ করেছেন তিনি৷"
আইপিএল-এর সমালোচনায় আর কী কী বললেন পাক মহিলা? নিজেই দেখে নিন৷
No comments:
Post a Comment