কালো স্যুট, সাদা শার্ট, কালো টাই— একজনের পরনে। অন্যজন পরেছেন কালো স্যুট, কালো শার্ট। ‘ব্ল্যাক পার্ল’, শব্দটা তখন খাটছিল দু’জনের ক্ষেত্রেই। কারা এই দু’জন? পেলে আর উসাইন বোল্ট। দু’জনে একসঙ্গে হাজির ছিলেন নিউইয়র্কে ‘হাবলো’-র নতুন শোরুমের উদ্বোধনে। সেখানে ফুটবল সম্রাটের সঙ্গে দেখা করে আপ্লুত বোল্ট।
এতটাই যে বলে ফেললেন, ‘পেলের সঙ্গে দেখা হয়েছে! অবশেষে স্বপ্নপূরণ হল। গ্রেটেস্ট হতে চাই, কথাটা বহুবার বলেছি। কোন গ্রেটেস্টের মত জানেন? পেলের মত। মহম্মদ আলির মত। ক্রীড়া দুনিয়ার এমন এক গ্রেটেস্ট তারকা হতে চাই, যাকে সবাই মনে রাখবে।’ রিও অলিম্পিক এগিয়ে আসছে। কী ভাবছেন? বোল্ট বলেছেন, ‘লক্ষ্য একটাই। নিজের সাফল্য ধরে রাখা। ট্রিপল করতে চাই। দ্বিতীয় আরও একটি লক্ষ্য আছে, ২০০ মিটারে ১৯ সেকেন্ডের কম সময়ে দৌড়তে। আশা করি, সব কিছু মসৃণভাবে এগোবে।’ গোড়ালির চোটটা ভোগাচ্ছিল। এখন কেমন আছেন? বোল্ট জানিয়েছেন, ‘ধীরে ধীরে উন্নতি করছি। কোচ বলেছেন, উনি যে জায়গায় আমাকে দেখতে চান, এখনও সেটা ছুঁতে পারিনি। তবে যেভাবে উন্নতি করছি, তাতে খুশি।’ অবসর নিয়ে কী ভাবছেন? বোল্ট বলেছেন, ‘কোচ চান, আমি আরও কয়েকবছর চালিয়ে যাই। কিন্তু সত্যি বলতে কী, আমি বছরের পর বছর এভাবে চালিয়ে যেতে আর চাই না। কারণ, কাজটা সত্যিই কঠিন। আরও আরও বেশি সব কিছু ছাড়তে হচ্ছে। আসলে, নিজের জন্য সময়ই থাকে না। সব সময়, প্র্যাকটিস করতে করতেই কেটে যায়। বছরের পর বছর ট্র্যাকে নেমে, নিজেকে হাস্যকর বানাতে চাই না। আমি চ্যাম্পিয়ন। জেতা ছাড়া অন্য কিছুতে বিশ্বাসী নই। হারতে একটুও ভালবাসি না। কোনওদিন বলব না, হ্যাঁ এটাই আমার বিদায়ী ইভেন্ট হতে চলেছে। প্রতি মুহূর্তে সেরাটা দিতে চাই। সব টুর্নামেন্টে নামি, চ্যাম্পিয়ন হব বলেই।’
Source - Aajkal
এতটাই যে বলে ফেললেন, ‘পেলের সঙ্গে দেখা হয়েছে! অবশেষে স্বপ্নপূরণ হল। গ্রেটেস্ট হতে চাই, কথাটা বহুবার বলেছি। কোন গ্রেটেস্টের মত জানেন? পেলের মত। মহম্মদ আলির মত। ক্রীড়া দুনিয়ার এমন এক গ্রেটেস্ট তারকা হতে চাই, যাকে সবাই মনে রাখবে।’ রিও অলিম্পিক এগিয়ে আসছে। কী ভাবছেন? বোল্ট বলেছেন, ‘লক্ষ্য একটাই। নিজের সাফল্য ধরে রাখা। ট্রিপল করতে চাই। দ্বিতীয় আরও একটি লক্ষ্য আছে, ২০০ মিটারে ১৯ সেকেন্ডের কম সময়ে দৌড়তে। আশা করি, সব কিছু মসৃণভাবে এগোবে।’ গোড়ালির চোটটা ভোগাচ্ছিল। এখন কেমন আছেন? বোল্ট জানিয়েছেন, ‘ধীরে ধীরে উন্নতি করছি। কোচ বলেছেন, উনি যে জায়গায় আমাকে দেখতে চান, এখনও সেটা ছুঁতে পারিনি। তবে যেভাবে উন্নতি করছি, তাতে খুশি।’ অবসর নিয়ে কী ভাবছেন? বোল্ট বলেছেন, ‘কোচ চান, আমি আরও কয়েকবছর চালিয়ে যাই। কিন্তু সত্যি বলতে কী, আমি বছরের পর বছর এভাবে চালিয়ে যেতে আর চাই না। কারণ, কাজটা সত্যিই কঠিন। আরও আরও বেশি সব কিছু ছাড়তে হচ্ছে। আসলে, নিজের জন্য সময়ই থাকে না। সব সময়, প্র্যাকটিস করতে করতেই কেটে যায়। বছরের পর বছর ট্র্যাকে নেমে, নিজেকে হাস্যকর বানাতে চাই না। আমি চ্যাম্পিয়ন। জেতা ছাড়া অন্য কিছুতে বিশ্বাসী নই। হারতে একটুও ভালবাসি না। কোনওদিন বলব না, হ্যাঁ এটাই আমার বিদায়ী ইভেন্ট হতে চলেছে। প্রতি মুহূর্তে সেরাটা দিতে চাই। সব টুর্নামেন্টে নামি, চ্যাম্পিয়ন হব বলেই।’
Source - Aajkal
No comments:
Post a Comment