কে হবেন ভারতীয় কোচ? রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, এই প্রশ্নটাই ভারতীয় ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে। অনেকগুলো নাম ভেসে উঠেছে, সম্ভাব্য কোচ হিসেবে। কিন্তু রিকি পন্টিং জানিয়ে দিলেন, ‘ভারতীয় কোচ হিসেবে রাহুল দ্রাবিড় আদর্শ ব্যক্তি হতে পারে।’ সবাইকে ছেড়ে দ্রাবিড়ের নাম করলেন কেন পন্টিং?
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। বি সি সি আই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশীয় নাকি বিদেশী কোচ খুঁজছে ভারতীয় বোর্ড? ঠিক জানি না। তবে একথা বলতে পারি, রাহুল দ্রাবিড়ের থেকে ভাল লোক পাওয়া কঠিন। ও যদি রাজি থাকে, তা হলে বলব, ও দায়িত্ব নেওয়ার পক্ষে আদর্শ ব্যক্তি। ও ক্রিকেট খুব ভাল বোঝে। সব ঘরানায় খেলার অভিজ্ঞতা আছে। আই পি এলে মেন্টর হিসেবে কাজ করছে। তাই ওর নামটাই করছি। তবে সব কিছু বোর্ড ঠিক করবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে, ক্যাপ্টেনের মতামতও নেওয়া হবে। এই মুহূর্তে টেস্ট দলের জন্য কোহলি যাকে চাইবেন, নিশ্চিত ভারতীয় বোর্ড সেটা পূরণের চেষ্টা করবে।’ দিন-রাতের টেস্ট নিয়ে এখন অনেক চর্চা চলছে। তবে অ্যাসেজের কোনও টেস্ট নৈশালোকের আলোয় খেলা হোক, চান না পন্টিং। বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের ঐতিহ্য অক্ষুন্ন থাকুক, সেটাই চাই। হয়ত কোনও কোনও দেশে টেস্ট ক্রিকেটের পুনরুত্থান দরকার। পরিবর্তন দরকার। তবে চাই না, অ্যাসেজ সিরিজে কোনও দিন-রাতের টেস্ট হোক। ভারত দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী। দেখা যাক, সেখানে কী হয়। সত্যি বলতে কী, ভারতেও টেস্ট ক্রিকেটে একটু-আধটু পরিবর্তন দরকার।’
No comments:
Post a Comment