Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 17, 2016

আই লিগে আইজ়লের কাছে হার মাথায় রেখে সতর্ক সঞ্জয় সেন । এনাডু ইন্ডিয়া - সোনার বাংলা

কলকাতা, ১৭ মে : মরশুমের প্রথম ট্রফি কি ঘরে তুলতে পারবে মোহনবাগান ? ফেডারেশন কাপের ফাইনালে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক মোহনবাগান কোচ সঞ্জয় সেন। কারণ আর কিছু নয়, আইজ়ল FC। আই লিগে এই দলটার কাছেই হারতে হয়েছিল মোহনবাগানকে। সেটা মাথায় রাখছেন বাগান কোচ।


ফাইনালের প্রসঙ্গ উঠতেই মোহনবাগান কোচ বলছিলেন, “ফাইনাল সবসময় ৫০–৫০। দুই দলের সামনেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। যতক্ষণ চ্যাম্পিয়ন না হচ্ছি, নিশ্চিন্ত হতে পারছি না। আই লিগে আইজ়লের কাছে হারটা মাথায় রয়েছে। ফুটবলারদের সতর্ক থাকতে বলেছি। তবে সেমিফাইনালে দল যে ফুটবল খেলেছে, তা খেলতে পারলে সমস্যা হবে না।”

আই লিগের আইজ়লের সঙ্গে ফেডারেশন কাপের আইজ়লের অনেকটাই পার্থক্য দেখছেন সঞ্জয় সেন। তাঁর কথায়, “আই লিগের অবনমনটা ওরা মানতে পারছে না। ফেডারেশন কাপে বেঙ্গালুরুর মতো দলকে দু’দুবার হারিয়েছে। গোয়ার মাঠে স্পোর্টিংকে আটকেছে। আগের থেকে অনেক উন্নতি করেছে। এখন ট্রফি জেতার জন্য ঝাঁপাবে। কারণ ওদের হারানোর কিছু নেই। সুতরাং বাড়তি গুরুত্ব তো দিতেই হবে।”  

No comments:

Post a Comment