Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 17, 2016

তরোয়াল খেলায় মত্ত বাদশা পুত্র, ভাইরাল ভিডিও । এনাডু ইন্ডিয়া - সোনার বাংলা

গতকাল ইডেন গার্ডেন্সে এসেছিলেন শাহরুখ খান। সঙ্গে এসেছিলেন আবরামও। কিন্তু, IPL-এর দিকে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ ছিল না। সে তো মেতে ছিল এক অন্য খেলায়। তরোয়াল-তরোয়াল খেলা। ঘাবড়ে যাবেন না ! সত্যিকারের তরোয়াল একেবারেই নয়।


তাহলে ? তখন গম্ভীর বনাম কোহলি লড়াইটা বেশ জমে উঠেছে। শেষপর্যন্ত ম্যাচ কোনদিকে ঘুরবে, সেটা ভেবেই সকলে হাতে নখ কামড়াচ্ছেন। কিন্তু, এত টেনশন পোষায় না ছোট্ট আবরামের। সে তো এসব কিছু বোঝেই না ! সে ততক্ষণে VIP প্রেসবক্সের ভিতর থেকে দুটো লাঠি জোগাড় করেছে। একটি ধরিয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার হাতে, অন্যটি নিজে। এরপরে মনের আনন্দেই শুরু সেই তরোয়াল-তরোয়াল খেলা।

এই ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। সাইবার দুনিয়া থেকে প্রচুর ভালোবাসাও সে কুড়িয়ে নেয়। যদিও গতকালের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯ উইকেটে পরাস্ত হয় কলকাতা নাইট রাইডার্স।    

No comments:

Post a Comment