ভাস্কো: প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হারল ভারতের ছোটরা। অনূর্ধ্ব ১৬ এ আই এফ এফ ইউথ কাপের ম্যাচে ভারত ১–৩ ফলে হারল তানজানিয়ার কাছে। ভারত শুরুটা ভাল করেছিল। অনিকেত যাহাভ, খুমানথেম মিতেইরা সহজ সুযোগ নষ্ট করে। কিন্তু ২০ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় তানজানিয়া। গোল করে মাজিকু আমাদি। ৯ মিনিট পর মহম্মদ সরিফ খান নিজের গোলে বল ঢুকিয়ে দিলে তানজানিয়া ২–০ এগিয়ে যায়। ৩৭ মিনিটে ব্যবধান কমায় কোমল থাটাল। ৪৭ মিনিটে ৩–১ করে আসাদ আলি জুমা।
No comments:
Post a Comment