ক্লাবের জার্সি গায়ে যতটা সফল, দেশের জার্সি গায়ে ততটা নন। লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগটা পুরনো। নিন্দুকদের এই যুক্তি তিনি মানেন না। আর মানেন না বলেই দেশের অনুরাগীর কাছে অনুরোধ করলেন রিকলমে। কী অনুরোধ। ‘কোপা আমেরিকায় মেসির পাশে থাকুন।’ শুধু একটু বলেই থামেননি।
আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার আরও বলেছেন, ‘মেসির মত কেউ নেই। আমাদের দেশে নেই। অন্য কোথাও নেই। আমি আর্জেন্টিনার ফুটবলার। তাই সুযোগ পেয়েছি, ওর পাশে খেলার। দেশবাসীকে বলব, মেসির খেলা উপভোগ করুন। দু’চোখ ভরে।’ বিশ্বাস করেন, এবার কোপায় চ্যাম্পিয়ন হতেই পারে আর্জেন্টিনা। আর এই সুযোগটা আর্জেন্টিনা কিছুতে হারাক একেবারেই চান না তিনি। মেসি দলে আছে বলেই কি আর্জেন্টিনার ওপর এতটা আস্থা রাখছেন? রিকলমে বলেছেন, ‘কোপা নিয়ে এবার সত্যিই আশাবাদী। আসলে আমাদের দলে ভাল প্লেয়ার আছে। আর সবচেয়ে বড় কথা মেসি ছন্দে আছে। ও যদি ফিট থাকে, মাঝের এই সময়ে চোট-আঘাতের সমস্যায় না ভোগে, তা হলে আর্জেন্টিনাই জিতবে।’ আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি কোনও ট্রফি জিততে পারেননি। কোথায় সমস্যা হচ্ছে? রিকলমে বলেছেন, ‘মেসি দলে থাকা সত্ত্বেও, আমরা কেন কোনও ট্রফি জিতিনি? এই প্রশ্নের উত্তরে, এটাই বলতে পারি, মেসি জাতীয় দলে একা হয়ে যায়। ওকে একা একাই খেলতে হয়। আমাদের এদিকটায় নজর দিতে হবে। মেসির পাশে আরও বেশি বেশি করে থাকতে হবে। ভুলে যাবেন না, মেসির কোনও তুলনা হয় না। ও অতুলনীয়।’
No comments:
Post a Comment