Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 17, 2016

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রীজেশ । আজকাল

দিল্লি: রিও অলিম্পিকের আগে জুনে লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফিই ভারতীয় হকি দলের শেষ টুর্নামেন্ট। সেজন্য ১৮ সদস্যের দল বাছতে বসেছিলেন জাতীয় নির্বাচকরা। সেখানে অধিনায়ক সর্দার সিং ও ড্র‌্যাগ–ফ্লিকার রুপিন্দর পাল সিংকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বদলে লন্ডনে দলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক পি আর শ্রীজেশ।
এ প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সভাপতি নরেন্দ্র বাত্রা বলেন, ‘সর্দারকে যে বিশ্রাম দেওয়া হবে, সেটা ঠিক করাই ছিল। ‌টানা ম্যাচ খেলার ধকল থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি এর ফলে কোচ অল্টমাসও জুনিয়রদের পরখ করে নেওয়ার সুযোগ পাবেন। বুঝে নিতে পারবেন, রিওতে সেরা দল কী হতে পারে।’‌ চ্যাম্পিয়ন ট্রফিতে ভাল কিছুর প্রত্যয় নিয়েই যে তাঁর দল মাঠে নামবে, মনে করিয়ে দিয়েছেন শ্রীজেশ। বলেন, ‘‌সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। এখান থেকে পদক জিততে পারলে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে অলিম্পিকে যেতে পারব।’‌ একই সুর শোনা গিয়েছে কোচ অল্টমাসের মুখেও। বলেছেন, ‘‌শুধু জয় বা হার দিয়ে সবকিছু বিচার করতে চাই না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রয়োগ কেমন হচ্ছে, সেটাও দেখে নিতে চাই।’‌‌

No comments:

Post a Comment