কুনশান: উবের কাপে আবার ৫–০ ফলে জিতল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। এবার হারাল জার্মানিকে। কিন্তু টমাস কাপে ভারতের ছেলেরা ২–৩ ফলে হংকংয়ের কাছে হেরে গিয়ে বিদায় নিল।
মহিলাদের ম্যাচে সাইনা নেহাল ২১–১৫, ২১–১০ হারান ফ্যাবিন ডিপ্রেজকে। এরপর সিন্ধু ২১–৭, ২১–১২ হারান লুইস হেইমকে। ডাবলসে জ্বালা গুট্টা–অশ্বিনী পোনাপ্পা জুটি ১৪–২১, ২১–৯, ২১–৮ হারান লিন্ডা এফলার–লারা কেপলিনকে। শেষ দুটো সিঙ্গলসে রুত্বিকা শিবানী গাড্ডে ২১–৫, ২১–১৫ উড়িয়ে দেন ইভোনি লি–কে। সিক্কি রেড্ডি–সিন্ধু ২১–১৮, ১৯–২১, ২২–২০ হারান ইসাবেল হের্টরিচ–ফ্রান্সিসকা ভকম্যানকে। সাইনারা এরপর খেলবেন জাপানের বিরুদ্ধে। এর আগে ছেলেদের ম্যাচে অজয় জয়রাম শুরুতে হেরে যান। মনু আত্রি–সুমিত রেড্ডি জুটি এবং সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি–চিরাগ শেঠি জুটি ডাবলসে হেরে যান। দ্বিতীয় ও তৃতীয় সিঙ্গলসে সাই প্রণীথ ও সৌরভ বর্মা জেতেন।
মহিলাদের ম্যাচে সাইনা নেহাল ২১–১৫, ২১–১০ হারান ফ্যাবিন ডিপ্রেজকে। এরপর সিন্ধু ২১–৭, ২১–১২ হারান লুইস হেইমকে। ডাবলসে জ্বালা গুট্টা–অশ্বিনী পোনাপ্পা জুটি ১৪–২১, ২১–৯, ২১–৮ হারান লিন্ডা এফলার–লারা কেপলিনকে। শেষ দুটো সিঙ্গলসে রুত্বিকা শিবানী গাড্ডে ২১–৫, ২১–১৫ উড়িয়ে দেন ইভোনি লি–কে। সিক্কি রেড্ডি–সিন্ধু ২১–১৮, ১৯–২১, ২২–২০ হারান ইসাবেল হের্টরিচ–ফ্রান্সিসকা ভকম্যানকে। সাইনারা এরপর খেলবেন জাপানের বিরুদ্ধে। এর আগে ছেলেদের ম্যাচে অজয় জয়রাম শুরুতে হেরে যান। মনু আত্রি–সুমিত রেড্ডি জুটি এবং সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি–চিরাগ শেঠি জুটি ডাবলসে হেরে যান। দ্বিতীয় ও তৃতীয় সিঙ্গলসে সাই প্রণীথ ও সৌরভ বর্মা জেতেন।
No comments:
Post a Comment