Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 17, 2016

সাইনার এই ভিডিও আপনার মন ছুঁয়ে যাবেই | সংবাদ প্রতিদিন

ক্রিকেট নিয়ে দেশবাসীর মাতামাতির অন্ত নেই৷ বিরাট কোহলি, আর অশ্বিন, যুবরাজ সিংরা রীতিমতো বাড়ির সদস্যে পরিণত হয়েছেন৷ আর কিছু ক্রীড়াপ্রেমী রয়েছেন যাঁরা ফুটবল, টেনিস বা কখনও সখনও ব্যাডমিন্টনেরও টুক-টাক খবর রাখেন৷ কিন্তু যাঁরা নিজেদের জোর গলায় ক্রীড়াপ্রেমী বলে দাবি করেন, যাঁরা চান সব ফোকাস যাতে শুধু ক্রিকেটেই না পড়ে, যাঁদের আশা অন্যান্য খেলারও উন্নতি হবে, তাঁদের মধ্যে কতজন জানেন রিও ওলিম্পিকে ভারতের হয়ে কে কোন বিভাগে অংশ নিতে চলেছেন? কতজন খবর রাখেন, সেখানে সাইনা নেহওয়ালও একটা দলের হয়ে খেলবেন? যে দলের নাম ভারতবর্ষ৷

চলতি বছর ৫ আগস্ট রিওয় ওলিম্পিকের আসর বসছে৷ তার আগে ভারতের এক নম্বর শাটলার সাইনা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন৷ কোনও কথা না বলেই ভিডিওটিতে অনেক কিছু বলে দিলেন তিনি৷
কী রয়েছে ভিডিওটিতে? হায়দরাবাদি শাটলার জানাচ্ছেন, তাঁর কাছে বিশ্বের এক নম্বর শাটলার হওয়া, বা ওলিম্পিকে পদক জয়ের কোনও মূল্য নেই৷ কারণ তিনি একা নন৷ তিনি একটি দলের অঙ্গ৷ তাই সাইনা চান, তাঁকে নয়, আসন্ন ওলিম্পিকে ভারতীয় দলকে সমর্থন করুন ক্রীড়াপ্রেমীরা৷ এমন অনেক অ্যাথলিট রয়েছেন, যাঁরা অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এই মঞ্চে পৌঁছেছেন৷ তাঁদের বিষয়েও মানুষকে জানতে আহ্বান জানাচ্ছেন সাইনা৷No comments:

Post a Comment