Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 17, 2016

কালমা-কালমা’র ছন্দে রোনাল্ডোকে কটাক্ষ পিকের, ভাইরাল ভিডিও । এনাডু ইন্ডিয়া - সোনার বাংলা

বার্সেলোনা, ১৭ মে : একেই বলে যেমন কর্ম, তার তেমন ফল ! ইতিপূর্বে লা লিগা খেতাব জয় করে রিয়্যাল মাদ্রিদের পর্তুগীজ় স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মন্তব্য করেছিলেন যে তিনি নাকি লা লিগা ইতিহাস থেকে বার্সেলোনার নাম মুছে দিয়েছেন। কিন্তু, তা হয়নি। সম্প্রতি দ্বিতীয়বারের জন্য লা লিগা খেতাব জয় করল বার্সেলোনা।
আর সেইকারণেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে মশকরা করতে শুরু করে দিলেন বার্সার ফুটবলাররা।

লা লিগা খেতাব নিয়ে জয়োৎসব চলছিল গোটা শহর জুড়ে। হুড খোলা গাড়িতে কাপ নিয়ে দলের সকলেই আনন্দ করছিলেন। হঠাৎ দলের রোনাল্ডোকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দেন জেরার্ড পিকে। ক্রিশ্চিয়ানো স্টাইলে “কালমা কালমা” নাচতে শুরু করেন পিকে। তাঁকে দেখেই হাসিতে ফেটে পড়েন লুই সুয়ারেজ় এবং লিওনেল মেসি। 

অপমানের জ্বালা ভোলেননি পিকে। তাই ট্রফি হাতেই কয়েক হাজার সমর্থকের সামনে নিজের সেই জ্বালা সুদে আসলে মিটিয়ে নিলেন।


No comments:

Post a Comment