Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, May 13, 2016

জিকা ভাইরাসের ভয় জেসিকার । আজকাল

আতঙ্ক অমুলক নয়। জিকা ভাইরাস নিয়ে রোজ যেভাবে নতুন নতুন তথ্য উঠে আসছে, তাতে চিন্তা হয় বইকি। আর সেই চিন্তা থেকেই অলিম্পিক ট্রেনিং ক্যাম্পে যোগ না দেওয়ার কথা ভাবছেন জেসিকা এনিস-‌হিল!‌ ব্রিটিশ ট্র‌্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট, অলিম্পিকে হেপ্টাথলন চ্যাম্পিয়ন কিছুতেই রিও-‌তে বাড়তি সময় কাটাতে চাইছেন না। ব্রাজিলে না গিয়ে ইউরোপ বা আমেরিকার অন্য কোথাও ট্রেনিং করতে চান তিনি।
বাকি অ্যাথলিটরাও গেমস ভিলেজে থাকবেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগাম ট্রেনিং করবেন। তা হলে জেসিক কেন এত ভয় পাচ্ছেন?‌ আসলে জেসিকার একটি ২২ মাসের ছেলে রয়েছে। সেই ছেলেকে রেখে বেশিদিন দূরে থাকা এমনিতেই জেসিকার পক্ষে সম্ভব নয়। আবার শিশু পুত্রকে সঙ্গে নিয়ে রিও যাবেন, সে উপায়ও নেই। তারওপর অলিম্পিকের পরে, পরিবারে আরও নতুন সদস্য আসুক, জেসিকা আর তাঁর স্বামী দু’‌জনেই চান। কিন্তু জিকা ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিকারক অন্তঃসত্ত্বা মহিলা, ভবিষ্যতে মা হতে চান যাঁরা তাঁদের জন্য। এই ভাইরাসে একবার আক্রান্ত হলে, শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিকভাবে ঘটে না। সেটাই ভাবিয়ে তুলেছে জেসিকাকে। বেলো হরাইজনেটে ট্রেনিং করবে গ্রেট ব্রিটেন টিম। রিও রওনা হওয়ার আগে ওখানেই এক সপ্তাহ ট্রেনিং চলবে। জেসিকার কোচ টনি মিনিচিয়েলো জানিয়েছেন, ‘‌জেসিকার সুবিধা-‌অসুবিধা আমাকেই বুঝতে হবে। সরাসরি তো আর ওকে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিতে পারি না। তার জন্য আগে সঠিক জায়গায় ট্রেনিং করতে হবে। আমরা অনেকগুলো জায়গা নিয়ে ভাবনা-‌চিন্তা করছি। আমেরিকা বা ইউরোপে কোথাও যেতে পারি। কিন্তু সেক্ষেত্রে দীর্ঘ সময় বিমানযাত্রা করতে হবে। যা ধকল বাড়াবে। রিও-‌র পরিবেশের সঙ্গে মানানসই জায়গাতেই ট্রেনিং করতে হবে। অন্য জায়গায় গিয়ে ট্রেনিং করার খরচও প্রচুর। সব দিকে ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’‌ বি ও এ-‌ও গোটা বিষয়ের দিকে নজর রাখছে। কোনও অ্যাথলিটের স্বাস্থ্যের সঙ্গে আপোস করতে চায় না তারা। ‌‌

No comments:

Post a Comment