শিলং, ১২ মে : কুঁচকির পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে শিলং লাজংয়ের বিরুদ্ধে ফেডারেশন কাপের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে অনিশ্চিত কর্নেল গ্লেন। তাঁকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চিন্তিত নন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। কারণ প্রথম পর্বের ম্যাচ ৫–০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান।
গুয়াহাটিতে AFC কাপের ম্যাচ খেলে আজ সকালে শিলং পৌঁছয় মোহনবাগান। বিকেল দলের সঙ্গে অনুশীলনে গেলেও বল নিয়ে মাঠে নামেননি গ্লেন। সাইড লাইনে শুধু ফিজ়িক্যাল ট্রেনিং করেন। গ্লেনের চোট প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, “কুঁচকির ব্যাথা সারতে সময় লাগে। হাতে এখনও সময় আছে। দেখি কী হয়।” তবে ফাইনালের কথা ভেবে সোনি নর্ডি, জেজেদের বিশ্রাম দিয়েছিলেন বাগান কোচ।
AFC কাপের ম্যাচ গুরুত্ব না দিলেও, লাজংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক সঞ্জয় সেন। ফাইনালের পথে এক পা বাড়িয়ে থাকলেও না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই বাগান কোচের। ফুটবলারদের বারবার সতর্ক করে দিচ্ছেন সঞ্জয় সেন। তবে দক্ষিণ চিনের কাছে হার কোনও প্রভাব ফেলবে না বলে মনে করছেন তিনি।
No comments:
Post a Comment