সিএবি’র প্রথম ডিভিসন লিগ জিতে ইতিহাস গড়ল ভবানীপুর ক্লাব। ফাইনালে ভবানীপুর ক্লাব ১৪৩ রানে হারিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে। প্রথমে ব্যাট করে ভবানীপুর ক্লাব ৮ উইকেটে ৩৩৬ রান তুলেছিল। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ৩৩৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ইস্ট বেঙ্গল ৬৫.২ ওভারে মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যায়।
ভবানীপুরের হয়ে অরিত্র চ্যাটার্জি ৫টি ও রবিকান্ত সিং ৪টি উইকেট নেন। ইস্ট বেঙ্গলের হয়ে ঋতম পোড়েল সর্বাধিক ৬০ রান করেন। ভবানীপুর ক্লাবের হয়ে এই ম্যাচে সেঞ্চুরি করেন পার্থসারথী ভট্টাচার্য (১৩৯)। লিগ জেতার পর ভবানীপুর ক্লাবের কোচ আবদুল মুনায়েম বলেন, ‘আমরা যে খেতাব জিততে পারব সেই বিশ্বাস ছিল। সব কৃতিত্বই ছেলেদের। তবে অনেক দিনের লড়াইয়ের পর সাফল্য পেয়ে খুব ভালো লাগছে। পরিবার ও বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে আমার বিশেষ অনুরোধ, ভোটের কথা ভেবে নয়, বাংলার ক্রিকেটের উন্নতির কথা বিবেচনা করে প্রতিভা ও যোগ্যতার বিচারে বাংলার দল নির্বাচন করা হোক।’
No comments:
Post a Comment