মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ম্যাচে। ১২ ওভারে বরুণ অ্যারনের প্রথম বলে, ছয় মারেন অম্বাতি রাইডু। সেই ছক্কা যেমন-তেমন ছিল না। ১০৮ মিটার দূরে গিয়ে বল পড়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের এক দিকের স্ট্যান্ডের দ্বিতীয় তলায়! এবারের আই পি এলে ‘বিরাট’ ছয়ের তালিকায় এটি তিন নম্বরে।
এহেন ‘বিরাট’ একটি ছয় মারার পর, সেই ব্যাটটি কিয়েরন পোলার্ডকে উপহার দিলেন রাইডু! পোলার্ডের জন্মদিন ছিল। শুধু এমন উপহার দেওয়া নয়, পোলার্ডকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি। কী চ্যালেঞ্জ? রাইডু বলেছেন, ‘আমার থেকেই দূরে, আমার থেকেও বিরাট ছক্কা মেরে দেখাও।’ পোলার্ড উপহার পেয়ে দারুণ খুশি। তবে চ্যালেঞ্জ নিয়ে মুখ খোলেননি।
No comments:
Post a Comment